ভূমিকাভিনয় বা রোল প্লেইং পদ্ধতি কী? ভূমিকাভিনয় পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা
- প্রকাশ: ১০:০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ৭৬৪৪ বার পড়া হয়েছে
শ্রেণি কার্যক্রমে বৈচিত্র্যময় ফল পেতে পাঠদান পদ্ধতির গতানুগতিক প্রয়োগের মধ্যে ভূমিকাভিনয় পদ্ধতি বেশ পরিবর্তন আনতে পারে।
শিক্ষার্থী কেন্দ্রীক শিখন শেখানো কার্যক্রমের ক্ষেত্রে যে সকল পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে সেসবের পদ্ধতির মধ্যে অন্যতম হলো ভূমিকাভিনয় পদ্ধতি বা রোল প্লেইং মেথড (Role-playing method)। এখানে ভূমিকাভিনয় পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। ভূমিকাভিনয় পদ্ধতি কাকে বলে বা ভূমিকাভিনয় পদ্ধতির সংজ্ঞা, ভূমিকাভিনয় পদ্ধতির সুবিধা ও ভূমিকাভিনয় পদ্ধতির অসুবিধা নিচে উল্লেখ করা হলো।
ভূমিকাভিনয় পদ্ধতি কী? (What is a Role-playing Method?)
একঘেয়েমি দূর করে শ্রেণিকক্ষে পাঠদানের বৈচিত্র্য আনার জন্য বিভিন্ন পদ্ধতি বহুকাল ধরে চালু রয়েছে; তারই একটি হলো ভূমিকাভিনয়। ভূমিকাভিনয়ের ইংরেজি হলো (Role-playing)।
যে পদ্ধতিতে কোনো নির্দিষ্ট ও উপযুক্ত পাঠ্য বিষয়বস্তুর শিখনফল অর্জন সহজতর করার উদ্দেশ্যে তা নাটক বা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে ভূমিকাভিনয় বলে।
ভূমিকাভিনয় পদ্ধতির বৈশিষ্ট্যাবলি
- শ্রেণি কার্যক্রমে বৈচিত্র্যময় ফল পেতে পাঠদান পদ্ধতির গতানুগতিক প্রয়োগের মধ্যে ভূমিকাভিনয় পদ্ধতি বেশ পরিবর্তন আনতে পারে।
- ভূমিকাভিনয় পদ্ধতিতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আন্তরিক ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং সক্রিয় ভাবে পঠন-পাঠনে অংশগ্রহণ করে।
- ভূমিকাভিনয় পদ্ধতিতে কল্পিত বিষয় এবং অতীত ঘটনাকে বাস্তবের মতো শিক্ষার্থীর কাছে প্রত্যক্ষ করে তোলা যায়।
- সাধারণ শ্রেণি পাঠে এই ভূমিকাভিনয় পদ্ধতি প্রয়োগের সময় রঙ্গমঞ্চ, পোষাক-পরিচ্ছদ, দৃশ্যপট ইত্যাদি সংগ্রহ না করলেও চলে।
ভূমিকাভিনয় পদ্ধতির সুবিধা
- ভূমিকা অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে।
- অভিনয়ের মাধ্যমে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের অনুভূতি সৃষ্টি হয়।
- ভূমিকাভিনয় পদ্ধতি স্বল্প ব্যয়ে এবং সহজে প্রয়োগ করা যায়।
- শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থী পর্যায়ক্রমে অংশগ্রহণ করতে পারে।
- সহজেই অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করা যায়।
ভূমিকাভিনয় পদ্ধতির অসুবিধা বা সমস্যা
- ভূমিকাভিনয় পদ্ধতিতে অপেক্ষাকৃতভাবে বেশি সময় প্রয়োজন হয়।
- ভূমিকাভিনয় পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে বেশ অভিজ্ঞ ও যথাযথ প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন হয়।
- উপস্থাপনা ও নির্দেশনা ঠিকমত না হলে বিপরীত ফল হতে পারে।
- অভিনয়ের মাধ্যমে বিশেষ পাঠদানের ব্যবস্থা করতে হলে অভিনয়কেও সম্পূর্ণ রূপ দিতে হয়।
- সব বিষয়ের সব খুঁটিনাটি পাঠ্য বিষয়ের ক্ষেত্রে উপযুক্ত আবহ ও পরিবেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে না-ও পাওয়া যেতে পারে।
- সকল ক্ষেত্রে ভূমিকাভিনয় পদ্ধতি ব্যবহার সম্ভব নয়।
আপনার মতে ভূমিকাভিনয় পদ্ধতির ভিন্ন সংজ্ঞা, আরও কিছু বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা থাকলে তা নিচের মন্তব্যের ঘরে লিখে জানাতে পারেন।