সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

এশিয়া কাপ ২০২২-এ এনামুল হক বিজয়ের সাথে বাংলাদেশের ওপেন করবে কে?

প্রতিপক্ষ, কন্ডিশন বিবেচনায় ওপেনার নির্বাচনের পক্ষে নাজমুল হাসান পাপন। পাওয়ার প্লের সুবিধা আদায় করতে পারবেন এমন কাউকে ওপেনিংয়ে চান তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের ওপরই ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি। সাকিব আল হাসানও ওপেন করতে পারেন।

For all latest articles, follow on Google News

এশিয়া কাপ ২০২২ দলে দুই জন স্বীকৃত ওপেনার আছেন। এনামুল হক বিজয় এবং তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে এর বাইরেও বিকল্প ওপেনারের আলোচনা উঠেছে জোরেসোরে। এই আলোচনায় মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসানের নাম এসেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টা নিয়ে অবগত।

এনামুল হক বিজয়ের সাথে ব্যাটিং-এ কে ওপেন করবেন সে সিদ্ধান্ত নেবেন অধিনায়ক সাকিব আল হাসান। 

মিরপুর স্টেডিয়ামে বোর্ড সভাপতি বলেছেন, ওপেনার নির্বাচনের ভার অধিনায়ক সাকিব আল হাসানের হাতেই থাকছে। সাকিবই ঠিক করবেন ইমন না একাদশে না থাকলে বিজয়ের সঙ্গে কে ওপেনিংয়ে যাবেন। মুশফিককে ওপেনিংয়ে নামানোর প্রসঙ্গে পাপন বলেছেন, ‘অনেক জায়গায় যে রকম বলা হচ্ছে জিনিসটা আসলে তা না। কথা হচ্ছে আমাদের ওপেনিংয়ে তামিম নেই, লিটন নেই। তাই এখানে একটা বড় গ্যাপ রয়েছে। তো ইমন আসতে পারে, ইমন যদি না আসে কে আসবে? শেখ মেহেদী ঘরোয়াতে ওপেন করতো, মেহেদী হাসান মিরাজও ওপেন করতো। তো অপশন আছে, মুশফিকও আছে। পুরোটাই নির্ভর করবে পরিস্হিতির ওপর।’

প্রতিপক্ষ, কন্ডিশন বিবেচনায় ওপেনার নির্বাচনের পক্ষে নাজমুল হাসান পাপন। পাওয়ার প্লের সুবিধা আদায় করতে পারবেন এমন কাউকে ওপেনিংয়ে চান তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের ওপরই ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি। গতকাল তিনি বলেন, ‘আসল সিদ্ধান্ত নেবে অধিনায়ক। এখন অধিনায়কও তো ওপেন করতে পারে। যদি সে বলে, আমি ওপেন করব। তখন আমাদের কোনো কিছু কী বলার থাকবে? ও (সাকিব আল হাসান) যদি আত্মবিশ্বাসী থাকে যে, আমি ওপেন করব, তাহলে তো কিছু বলার নাই।’ টি-২০ তে মিডল অর্ডারে মুশফিক সুবিধা করতে পারছেন না। তাই অভিজ্ঞ এ ব্যাটসম্যানকে ওপেনিংয়ে কাজে লাগানোর আলোচনাই বেশি গুরুত্ব পাচ্ছে।

এশিয়া কাপ ২০২২-এ বাংলাদেশ দল এনামুল হক বিজয়ের সাথে যাদের ওপেন করার সম্ভাবনা তারা হলেন— পারভেজ হোসেন ইমন, শেখ মাহেদী মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান নিজে।

মনির হোসেন
মনির হোসেন
কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

এ বিষয়ের আরও নিবন্ধ