০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
                       

ভারতের আকাশ চোপড়া বললেন সাকিব অলরাউন্ডারদের ‘ড্যাডি’

  • প্রকাশ: ০১:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ৫৬৮ বার পড়া হয়েছে

ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবিটি আইসিসির টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া।


Google News
বিশ্লেষণ-এর সর্বশেষ নিবন্ধ পড়তে গুগল নিউজে যোগ দিন

বিশেষ শর্তসাপেক্ষে এবং স্বল্পমূল্যে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

২০১৯ বিশ্বকাপে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানভাবে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। আট ইনিংসে ৬০৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট। গত এক যুগেরও বেশি সময় ধরে ব্যাটে-বলে ধারাবাহিকতা বজায় রেখেছেন এই অলরাউন্ডারই। ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশের পোস্টার বয়।

বর্তমানে আছেন আইসিসি র‍্যাংকিংয়ের ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বরে। নিজ দেশে তো বটেই, বিশ্বের নামী সব ক্রিকেটারদেরও পছন্দের তালিকায় আছেন সাকিব। যাদের মাঝে অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায়ই ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে কথা বলেন সাবেক এই ওপেনার।

আকাশ চোপড়ার সবশেষ পর্বের আলোচনার বিষয় ছিল অলরাউন্ডার। আর সেখানেই সাকিবকে নিয়ে আকাশ চোপড়ার মন্তব্য, সাকিব অলরাউন্ডারদের ‘বাবা’! আকাশ চোপড়ার ভিডিও মূলত তৈরি হয়েছিল বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের কথা মাথায় রেখে। ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খানদের পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশের সাকিবের নামটাও। আর তখনই সাকিবের প্রশংসায় আকাশের মন্তব্য, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)।

বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যের কারণও ব্যাখ্যা করেছেন আকাশ চোপড়া। শেষ এক বছরে সাকিবের পরিসংখ্যানটাও যে চোখে পড়ার মতোই। এই সময়ে সাকিব খেলেছেন ৯ ওয়ানডে। তাতে রান করেছেন ৩৩১। বল খেলেছেন ৩৬৮। স্ট্রাইকরেট বা গড় দুটোই ভালো বলা চলে। এই সময়ে তার অর্ধশতক আছে ৩টি। তবে অলরাউন্ডার সাকিবের বড় ক্যারিশমা বল হাতে। ৯ ম্যাচে পেয়েছেন ১৬ উইকেট। বল করেছেন মোট ৬৪ ওভার। ইকোনমি রেটও ৫ এর নিচে। এমন অলরাউন্ডারের প্রশংসা হয়ত করাই যায়। আকাশ চোপড়ার উচ্ছ্বাসটাও তাই অমূলক নয়। এর আগেও অবশ্য বহুবারই সাকিব বন্দনায় মেতেছিলেন ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক। ২০১৯ বিশ্বকাপে সাকিবকে ম্যান অব দ্য টুর্নামেন্ট না দেয়ার সমালোচনাও করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়ার পরও সাকিবের সমর্থনে মুখ খুলেছিলেন আকাশ। 

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। যেখানে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন সাকিব। আকাশ চোপড়া মনে করেন, পারফরম্যান্সে বিশ্বকাপ শেষে সবাইকে ছাড়িয়ে যাবেন সাকিব।

শেয়ার করুন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

বিশেষ শর্তসাপেক্ষে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

ভারতের আকাশ চোপড়া বললেন সাকিব অলরাউন্ডারদের ‘ড্যাডি’

প্রকাশ: ০১:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

২০১৯ বিশ্বকাপে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানভাবে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। আট ইনিংসে ৬০৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট। গত এক যুগেরও বেশি সময় ধরে ব্যাটে-বলে ধারাবাহিকতা বজায় রেখেছেন এই অলরাউন্ডারই। ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশের পোস্টার বয়।

বর্তমানে আছেন আইসিসি র‍্যাংকিংয়ের ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বরে। নিজ দেশে তো বটেই, বিশ্বের নামী সব ক্রিকেটারদেরও পছন্দের তালিকায় আছেন সাকিব। যাদের মাঝে অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায়ই ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে কথা বলেন সাবেক এই ওপেনার।

আকাশ চোপড়ার সবশেষ পর্বের আলোচনার বিষয় ছিল অলরাউন্ডার। আর সেখানেই সাকিবকে নিয়ে আকাশ চোপড়ার মন্তব্য, সাকিব অলরাউন্ডারদের ‘বাবা’! আকাশ চোপড়ার ভিডিও মূলত তৈরি হয়েছিল বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের কথা মাথায় রেখে। ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খানদের পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশের সাকিবের নামটাও। আর তখনই সাকিবের প্রশংসায় আকাশের মন্তব্য, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)।

বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যের কারণও ব্যাখ্যা করেছেন আকাশ চোপড়া। শেষ এক বছরে সাকিবের পরিসংখ্যানটাও যে চোখে পড়ার মতোই। এই সময়ে সাকিব খেলেছেন ৯ ওয়ানডে। তাতে রান করেছেন ৩৩১। বল খেলেছেন ৩৬৮। স্ট্রাইকরেট বা গড় দুটোই ভালো বলা চলে। এই সময়ে তার অর্ধশতক আছে ৩টি। তবে অলরাউন্ডার সাকিবের বড় ক্যারিশমা বল হাতে। ৯ ম্যাচে পেয়েছেন ১৬ উইকেট। বল করেছেন মোট ৬৪ ওভার। ইকোনমি রেটও ৫ এর নিচে। এমন অলরাউন্ডারের প্রশংসা হয়ত করাই যায়। আকাশ চোপড়ার উচ্ছ্বাসটাও তাই অমূলক নয়। এর আগেও অবশ্য বহুবারই সাকিব বন্দনায় মেতেছিলেন ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক। ২০১৯ বিশ্বকাপে সাকিবকে ম্যান অব দ্য টুর্নামেন্ট না দেয়ার সমালোচনাও করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়ার পরও সাকিবের সমর্থনে মুখ খুলেছিলেন আকাশ। 

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। যেখানে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন সাকিব। আকাশ চোপড়া মনে করেন, পারফরম্যান্সে বিশ্বকাপ শেষে সবাইকে ছাড়িয়ে যাবেন সাকিব।