#T20WorldCup: কোন কোন চ্যানেলে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১?
- প্রকাশ: ০৫:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ৭৩০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ সময় অনুসারে আগামী ১৭ অক্টোবর, ২০২১ তারিখ থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup)। বিশ্বকাপের সময় যত কাছে আসছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন দেখা দিচ্ছে যে, কোথায় দেখা যাবে অনুষ্ঠিত হতে চলা ম্যাচগুলো। টি-২০ বিশ্বকাপ কোন কোন টিভিতে দেখা যাবে? টি-২০ বিশ্বকাপের ম্যাচ কি শুধু টিভিতে দেখা যাবে নাকি অনলাইন/ইন্টারনেটেও দেখা যাবে?
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১?
বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর অফিসিয়াল টিভি ব্রডকাস্টার জিটিভি (Gazi Television – GTV), বাংলাদেশ টেলিভিশন (Bangladesh Television – BTV) এবং অফিসিয়াল ডিজিটাল বা অনলাইন ব্রডকাস্টার র্যাবিটহোল (Rabbotholebd) এবং গ্রামীনফোনের বায়োস্কোপ (Bioscope) ও মাই জিপি (My GP)।
সুতরাং বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের চার-ছক্কার উন্মাদনা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি বা ওভার দ্য টপ (Over the Top) প্লাটফর্ম র্যাবিটহোল, বায়োস্কোপ, মাই জিপি এবং সরকারি টিভি চ্যানেল বিটিভি ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টিভিতে।
বাংলাদেশ টেলিভিশন (Bangladesh Television – BTV), ও গাজি টিভির পাশাপাশি বাংলাদেশের একমাত্র খেলাধুলা বিষয়ক চ্যানেলে টি স্পোর্টস (T Sports) ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রচার করবে।
ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস (Star Sports) যেহেতু ক্লিন ফিড দিয়ে বাংলাদেশে তাদের সম্প্রচার অব্যাহত রেখেছে, সেহেতু আপনি চাইলে স্টার স্পোর্টসেও দেখতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম র্যাবিটহোল‘এ বিশ্বকাপের সব খেলা দেখা যাবে এই ওয়েবসাইটে— www.rabbitholebd.com।
ইউটিউবে কি টি-টোয়েন্টি ২০২১ দেখা যাবে?
র্যাবিটহোলের নিজস্ব ওয়েবসাইটে সম্প্রচার করা হলেও ইউটিউবে ২০২১ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে কি না তা এখনই বলা যাচ্ছে না।
তবে ইতিহাস থেকে জানা যায়, র্যাবিটহোল সাধারণত ইউটিউবের মাধ্যমেই আনলিস্টেড রেখে লিংক এমবেড করে খেলা সম্প্রচার করে থাকে। আর এতে কেউ একটু চালাকি করে র্যাবিটিহোল থেকে লিংক কপি করে নিয়ে সরাসরি ইউটিউব থেকেই খেলা দেখতে পারবেন।
র্যাবিটহোল সাধারণভাবেই ইউটিউবে খেলা দেখার সুযোগ দেবে কি না বা ইউটিউবের আনলিস্টেড লিংক এমবেড করেই অ্যাপে/ওয়েবসাইটে সম্প্রচার করবে কি না সেটি এখনো জানা সম্ভব হয়নি।
বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৭ অক্টোবর। গ্রুপ পর্ব শেষে সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২৩ অক্টোবর। সুপার টুয়েলভের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। সেমির লড়াই শুরু হবে ১০ নভেম্বর। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৪ নভেম্বর।
২০২১ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট চারটি স্টেডিয়ামে। ওমানের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহর শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর ম্যাচগুলো অনলাইনে ফ্রি দেখতে বিশ্লেষণ’র ফেইসবুক পেইজে মেসেইজ দিন। লিংক দেওয়া হবে।
বিটিভিতে খেলা দেখালে ভালো হবে।