সোমবার, জুন ৫, ২০২৩

এক্সপার্ট জিগস (Expert Jigsaw) কী এবং এর বাস্তবায়ন পদ্ধতি কী?

এক্সপার্ট জিগস (Expert Jigsaw) কী?

পাঠদানে ব্যবহৃত একটি কৌশলের নাম হলো এক্সপার্ট জিগস (Expert Jigsaw), এটি সচারাচর ‘দ্য জিগস’ (the Jigsaw) নামেই উচ্চারিত হয়ে থাকে। The Jigsaw কৌশল ১৯৭০ সালে এলিয়ট আরোনসন আবিষ্কার করেন।

The Expert Jigsaw গবেষণাভিত্তিক সহযোগিতামূলক শিখন কৌশল, যে কৌশলে শিক্ষার্থীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে কোনো একটি নির্দিষ্ট পাঠকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দলগুলোর সদস্যদের একেকটি ক্ষুদ্রাংশ নিয়ে কাজ করতে নির্দেশ দেওয়া হয় নির্দিষ্ট ক্ষুদ্রাংশের ওপর অনেকটা বিশেষজ্ঞের মতো হয়ে ওঠার জন্য, বিশেষজ্ঞ হওয়ার পর প্রতিটি দলের সদস্যরা অন্যসব দলের সদস্যদের সাথে নিজেদের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান ভাগাভাগি করার মাধ্যমে পূর্ণ শিখনফল অর্জন করে।

দলগত কাজেরমাধ্যমে পাঠের সারমর্ম করার একটি ভালো উপায় হলো Expert Jigsaw কৌশল। এই কৌশলের মাধ্যমে শিক্ষার্থীরা অল্প সময়ে অনেক তথ্য সারমর্ম করতে পারে এবং ধারণার পুনঃগঠনের সুযোগ হয়। এই কৌশলে প্রয়োগের পূর্বে শিখন শেখানো কৌশলে সংগঠন অতি জরুরি।

এক্সপার্ট জিগস (the Expert Jigsaw) পদ্ধতি কী বাস্তবায়িত হয়?

  • ১. প্রথমেই শিক্ষক কোনো নির্দিষ্ট পাঠ বাছাই করে তা যৌক্তিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবেন।
  • ২. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদেরকে ৩ থেকে ৫ জন করে দল গঠন করবেন।
  • ৩. ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত পাঠ্যাংশগুলো প্রতিটি দলে বিতরণ করবেন এবং প্রতি দলের সদস্যদের কাজ (আলোচনা, পরীক্ষা, অনুসন্ধান, উত্তর খোঁজা ইত্যাদি) করতে বলবেন।
  • ৪. শিক্ষার্থীরা নিজেদের দলে অ্যাসাইন করা বিষয়ে আলোচনা করে নিজেদেরকে বিশেষজ্ঞ করে তুলবে; শিক্ষক এতে তদারকি ও সহযোগিতা করবেন।
  • ৫. প্রতি দলের সদস্যরা বিশেষজ্ঞ হওয়ার পরে তারা শিক্ষকের নির্দেশ মতো নিজেদের বিষয়টি শ্রেণিকক্ষে উপস্থাপন করবে বা শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে পাঠদান (teaching) করবেন। এই ধাপে প্রশ্নোত্তরের ব্যবস্থা রাখা যেতে পারে।
  • ৬. সব শেষে শিক্ষক সমাপনী বক্তব্য রাখবেন, যেখানে পাঠ্যবিষয়কে আরও স্পষ্ট করবেন। শিক্ষার্থীদের কোথায় কোথায় দুর্বলতা ছিল তা তিনি এই বক্তব্যে ধরিয়ে দেবেন ও সমাধান দেবেন।

Expert Jigsaw পদ্ধতি সম্পর্কে আপনি কী জানেন তা আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন।

পড়ুন— শিখন শেখানোর পদ্ধতি ও কৌশল

আহমেদ মিন্টো
আহমেদ মিন্টো
মিন্টো একজন ফ্রিল্যান্স লেখক এবং বিশ্লেষণ'র কন্ট্রিবিউটর।

For all latest articles, follow on Google News

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ
আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here