#T20WorldCup: ২০২১ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোন কোন স্টেডিয়ামে?
- প্রকাশ: ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১০৬২ বার পড়া হয়েছে
২০২১ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) আয়োজনের কথা ভারতে থাকলেও ভারত সরকারের (Indian Government) কর ছাড় না দেওয়া এবং করোনাভাইরাস মহামারীর কারণে এবারের ক্রিকেটের এই বিশ্ব আসর বসবে দক্ষিণ এশিয়ার অন্য দুইটি দেশ- ওমান (Oman) এবং সংযুক্ত আরব আমিরাতে (United Arab Emirates)। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই দেশের মোট ৪ টি অনুষ্ঠিত হবে। এদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ৩ টি এবং ওমানের ১ টি স্টেডিয়াম।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত স্টেডিমাগুলো হলো-
- দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
- শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
- ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড, আল আমারাত, ওমান
- শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দুবাই স্পোর্টস সিটির (Dubai Sports City) অন্তর্ভুক্ত দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (Dubai International Cricket Stadium) আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় ২০০৯ সালে; একই বছরে এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হবার পূর্বে এই স্টেডিয়ামে ৬২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20I) আয়োজন করেছে যা একক স্টেডিয়াম হিসেবে সর্বোচ্চ ম্যাচ আয়োজনের রেকর্ড।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটি এর ‘রিং অব ফায়ার’ (Ring of Fire) এর জন্য বিখ্যাত। পুরো স্টেডিয়ামে ৩০০ টি ফিক্সড ফ্লাড লাইট রয়েছে, এ কারণে এই গ্রাউন্ডের রাতের ম্যাচগুলোতে ছায়া (shadow) খুব একটা চোখে পড়ে না।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া এখানে ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচও আয়োজিত হয়।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫০০০ জন।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম
১৯৮৪ সালে শারজাহ স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব পর্যন্ত মোট ২৬৩ টি পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৭৭ টি ম্যাচ আয়োজন করে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের রেকর্ড সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (Sydney Cricket Ground) যেখানে ২৭৫ টি ম্যাচ আয়োজন করে দ্বিতীয় অবস্থানে আছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (Melbourne Cricket Ground) have; তালিকার তৃতীয় অবস্থানেই আছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।
শারজাহ স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট ২৪০ টি পুরুষদের একদিনের আন্তর্জাতিক (One-day International) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যা সব থেকে বেশি ম্যাচ আয়োজনকারী ভেন্যু হিসেবে রেকর্ড। পুরুষদের একদিনের ম্যাচ আয়োজনের দিক থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ড শারজাহ স্টেডিয়াম থেকে ৯১ টি কম। ম্যাচ আয়োজন করে আছে দ্বিতীয় নম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এখন পর্যন্ত পুরুষদের একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২০২১ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত শারজাহ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১৬১০০ জন।
ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড
ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড (the Oman Cricket Academy Ground) আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হয় ২০১২ সালে।
আইসিসি টেস্ট ক্রিকেট আয়োজনের অনুমতিপ্রাপ্ত ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ৩০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
আল হাজার পর্বতের সম্মুখে নির্মিত স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা মাত্র ৩০০০ জন।
১৭ অক্টোবর ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর উদ্বোধনী ম্যাচ (inaugural match) অনুষ্ঠিত হবে।
শেখ জায়েদ স্টেডিয়াম
২০২১ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত চতুর্থ স্টেডিয়াম হলো আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম (Sheikh Zayed Stadium)। বিশ্বকাপ টি-টোয়েন্টি ২০২১-এর পূর্বে শেখ জায়েদ স্টেডিয়ামে ৪৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
২০০৪ সালে উদ্বোধন করা হয় শেখ জায়েদ স্টেডিয়াম। উদ্বোধন করার পর সেখানে স্কটল্যান্ড ও কেনিয়ার মধ্যে প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও প্রায় দুই বছর পর এই মাঠে অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচের দেখা মেলে। ২০০৬ সালে শেখ জায়েদ স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পায় পাকিস্তান বনাম ভারতের দ্বিপাক্ষিক ম্যাচের মাধ্যমে।
আইসিসি অ্যাকাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সাথে যৌথভাবে শেখ জায়েদ স্টেডিয়াম ২০১৯ সালের কোয়ালিফাইং ট্যুরনামেন্ট আয়োজন করে।
শেখ আবু জায়েদ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২০০০০ জন।