০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
                       

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ বাংলাদেশ দলের স্কোয়াড এবং কবে কোন দলের বিপক্ষে খেলবে?

  • প্রকাশ: ০৫:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / ১৩১৮ বার পড়া হয়েছে

মাহমুদউল্লাহ রিয়াদ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক


Google News
বিশ্লেষণ-এর সর্বশেষ নিবন্ধ পড়তে গুগল নিউজে যোগ দিন

বিশেষ শর্তসাপেক্ষে এবং স্বল্পমূল্যে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য ২০২১ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল নিশ্চিত করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেই রাখা হয়েছে অধিনায়কত্ব করার দায়িত্ব দিয়েছে বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ অক্টোবর। শুরুতেই বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে রাউন্ড-১ এ। রাউন্ড-১ এ বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ বি’তে, যেখানে বাংলাদেশকে আরও খেলতে হবে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে। ওমানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ১৯ অক্টোবর এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ খেলবে ২১ অক্টোবর। খেলাগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

এই গ্রুপের বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো আইসিসির সহযোগী সদস্য।

বাংলাদেশ তাদের সবগুলো ম্যাচ খেলবে আল আমিরাতে অবস্থিত ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে।

বিশ্বকাপের পূর্বে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ জয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই কারণে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন বা বিষ্ময় বা কোনো প্রকারের চমক দেখা যায়নি। যে ক্রিকেটাররা সাম্প্রতিক সময়ে দলে আছেন তাদেরকেই রাখা হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে।

ক্রিকেট বোদ্ধারা মনে করছেন, বাংলাদেশ দল এই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো উপস্থিত হওয়ার চেষ্টা করবে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

মাহমুদ উল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শাইফ উদ্দিন, এবং শামীম হোসেন পাটোয়ারী।

রিজার্ভ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব

আইসিসি তাদের ওয়েবসাইটে লিখেছে, মাহমুদ উল্লাহ তাঁর দলে অভিজ্ঞ ক্যাম্পেইনার এবং প্রতিশ্রুতিশীল তরুণ তারকাদের সমন্বয় নিয়ে গর্বিত। অধিনায়কের পাশাপাশি প্রতিষ্ঠিত সদস্য ম সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন। পাশাপাশি লিটন কুমার দাস এবং সৌম্য সরকার আছেন। এছাড়া দলে সিমার মুস্তাফিজুর রহমান আরেক ভরসা নাম। মুস্তাফিজ নিশ্চয়ই আরেকটি চিত্তাকর্ষক আইসিসি টুর্নামেন্ট পার করতে চাইবেন। মুস্তাফিজুর রহমান হলেন আধুনিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার।

স্কোয়াড ঘোষণার সময় মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি প্লেয়ার র‍্যাংকিংয়ে ১০ নম্বর এবং তারই জ্যেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান ৯ নম্বরে অবস্থান করছেন। আর দল বর্তমানে আইসিসি র‍্যাংকিংয়ে ৭ নম্বর অবস্থান দখল করে আছে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিম ইকবাল এর আগেই সরিয়ে নিয়েছেন। তবে এর প্রভাব দলে পড়বে না বলেই মনে হয়, কারণ বিগত ম্যাচগুলোতে নাইম শেখ এবং লিটন দাস বেশ ভালো করছেন ওপেনিংয়ে।

দলে সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার মানে বিশাল কিছু। তবে নি যেমন ১ নম্বর অলরাউন্ডার, তেমনই বোলার হিসেবেও সেরাদের একজন, ব্যাটেও রান আছে অনেক।

মুশফিকুর রহিম এখন থেকে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে খেলবেন না। তবে তিনি বাংলাদেশ দলের অন্যতম ব্যাটিং ভরসা।

বাংলাদেশ দলের তরুণ তারকাদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সী অলরাউন্ডার শামীম হোসেন ও আফিফ হোসেন এবং ২০ বছর বয়সী সিমার শরিফুল ইসলাম। শামীম এবং শরিফুল দুজনেই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন।

শেয়ার করুন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

বিশেষ শর্তসাপেক্ষে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ বাংলাদেশ দলের স্কোয়াড এবং কবে কোন দলের বিপক্ষে খেলবে?

প্রকাশ: ০৫:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য ২০২১ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল নিশ্চিত করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেই রাখা হয়েছে অধিনায়কত্ব করার দায়িত্ব দিয়েছে বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ অক্টোবর। শুরুতেই বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে রাউন্ড-১ এ। রাউন্ড-১ এ বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ বি’তে, যেখানে বাংলাদেশকে আরও খেলতে হবে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে। ওমানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ১৯ অক্টোবর এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ খেলবে ২১ অক্টোবর। খেলাগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

এই গ্রুপের বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো আইসিসির সহযোগী সদস্য।

বাংলাদেশ তাদের সবগুলো ম্যাচ খেলবে আল আমিরাতে অবস্থিত ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে।

বিশ্বকাপের পূর্বে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ জয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই কারণে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন বা বিষ্ময় বা কোনো প্রকারের চমক দেখা যায়নি। যে ক্রিকেটাররা সাম্প্রতিক সময়ে দলে আছেন তাদেরকেই রাখা হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে।

ক্রিকেট বোদ্ধারা মনে করছেন, বাংলাদেশ দল এই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো উপস্থিত হওয়ার চেষ্টা করবে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

মাহমুদ উল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শাইফ উদ্দিন, এবং শামীম হোসেন পাটোয়ারী।

রিজার্ভ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব

আইসিসি তাদের ওয়েবসাইটে লিখেছে, মাহমুদ উল্লাহ তাঁর দলে অভিজ্ঞ ক্যাম্পেইনার এবং প্রতিশ্রুতিশীল তরুণ তারকাদের সমন্বয় নিয়ে গর্বিত। অধিনায়কের পাশাপাশি প্রতিষ্ঠিত সদস্য ম সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন। পাশাপাশি লিটন কুমার দাস এবং সৌম্য সরকার আছেন। এছাড়া দলে সিমার মুস্তাফিজুর রহমান আরেক ভরসা নাম। মুস্তাফিজ নিশ্চয়ই আরেকটি চিত্তাকর্ষক আইসিসি টুর্নামেন্ট পার করতে চাইবেন। মুস্তাফিজুর রহমান হলেন আধুনিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার।

স্কোয়াড ঘোষণার সময় মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি প্লেয়ার র‍্যাংকিংয়ে ১০ নম্বর এবং তারই জ্যেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান ৯ নম্বরে অবস্থান করছেন। আর দল বর্তমানে আইসিসি র‍্যাংকিংয়ে ৭ নম্বর অবস্থান দখল করে আছে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিম ইকবাল এর আগেই সরিয়ে নিয়েছেন। তবে এর প্রভাব দলে পড়বে না বলেই মনে হয়, কারণ বিগত ম্যাচগুলোতে নাইম শেখ এবং লিটন দাস বেশ ভালো করছেন ওপেনিংয়ে।

দলে সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার মানে বিশাল কিছু। তবে নি যেমন ১ নম্বর অলরাউন্ডার, তেমনই বোলার হিসেবেও সেরাদের একজন, ব্যাটেও রান আছে অনেক।

মুশফিকুর রহিম এখন থেকে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে খেলবেন না। তবে তিনি বাংলাদেশ দলের অন্যতম ব্যাটিং ভরসা।

বাংলাদেশ দলের তরুণ তারকাদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সী অলরাউন্ডার শামীম হোসেন ও আফিফ হোসেন এবং ২০ বছর বয়সী সিমার শরিফুল ইসলাম। শামীম এবং শরিফুল দুজনেই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন।