লিয়োনেল মেসি পিএসজি ক্লাবে খেলবে ৩০ নম্বর জার্সিতে
- প্রকাশ: ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১০০১ বার পড়া হয়েছে
লিয়োনেল মেসি ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তে যোগ দিয়েছেন। মেসির সাথে পিএসজি চুক্তি করেছে দুই বছরের। পিএসজির হয়ে মেসি খেলবেন ৩০ নম্বর জার্সি পরে।
বার্সেলোনায় ১০ নম্বর জার্সি ও ‘এলএমটেন’ (LM10) যেন সমার্থক ছিল। নেইমারের ক্লাব অর্থাৎ প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবে তাঁর আসা নিয়ে আলোচনা শুরু হতেই ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন— মেসি কত নম্বর জার্সি পরে নতুন ক্লাবের হয়ে অভিযান শুরু করবেন? শোনা গিয়েছিল তাকে নেইমার জুনিয়র নিজের ১০ নম্বর জার্সি দিতে চেয়েছিলেন। এর পর মেসির জার্সি নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেন। অবশেষে ঠিক হলো মেসি ৩০ নম্বর জার্সি পরিধান করেই খেলবেন।
সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বছরে ৩৫ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। নেমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি।
আপাতত ফের এক বার মেসি-নেইমার যুগলবন্দি দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। পিএসজি এখন লিয়োনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে আবির্ভূত হয়েছে এটা বলাই যায়।
উল্লেখ্য, মেসির সাথে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয় ২০২১ সালের ১ জুলাই মধ্যরাতে। এরপর বার্সেলোনা ও লিয়োনেল মেসির মধ্যে বেশ কয়েকবার ওঠাবসা হয়েছে ক্লাবে থাকার বিষয়ে। কিন্তু বার্সেলোনার সে আশা আলোর মুখ দেখেনি। মেসি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে, তিনি বার্সেলোনা ছাড়তে চান না কিন্তু ছাড়তে হয়েছে।