০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
                       

বৈশ্বিক পানি সংকট : জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও বাংলাদেশের উপকূলজুড়ে সুপেয় পানির অভাব

দেলোয়ার জাহিদ
  • প্রকাশ: ০৬:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ৫৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশ একাধারে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা সমস্যা, হিমালয়ের বরফ গলার কারণে নদীর দিক পরিবর্তন, জলোচ্ছাস, বন্যা— প্রায়  সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মাত্রাও এখানে অনেক বেশি। | ছবি: bdenvironment.com

বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের শিকার একটি ক্ষতিগ্রস্ত দেশ। বাংলাদেশের ১৯ টি উপকূলীয়  জেলার সমগ্র অঞ্চল ও অধিবাসীগণ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন ও দক্ষতা বৃদ্ধিসহ  কর্মসংস্থানের যুগোপোযুগী এবং কৌশলগত পরিকল্পনার অভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

জলবায়ুর পরিবর্তন জনিত কারণে সাগরের তলদেশ ভরাট হয়ে  যাচ্ছে এবং সংযুক্ত নদ -নদীগুলো দূষিত পানি প্রবাহ সাগরে ঠেলে দিচ্ছে।  আর্সেনিকের বিষক্রিয়া বাংলাদেশে এখন প্রতি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ। আনুমানিক ৭৫ মিলিয়ন মানুষ আর্সেনিকযুক্ত জলের সংস্পর্শে এসেছে ও  আরো আসতে শুরু করেছে । এ ধরনের বিষক্রিয়া ভবিষ্যতে প্রায় ৩ লক্ষ মানুষের ক্যান্সার-সম্পর্কিত রোগাক্রান্ত হয়ে মৃত্যুর কারণ হতে পারে।

সাগর উপকূলগুলোতে লবনাক্ত পানি এলাকায় উপকুলীয় জনগোষ্ঠির পানির অধিকারকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে, মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই বাংলাদেশের উপক‚লীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির  ন্যায্য সর্বজনীন, ও টেকসই প্রবেশগম্যতাকে নিশ্চিত করতে আশু পদক্ষেপ গ্রহন করতে হবে. সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধি করার সাথে সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ, এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল ও জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি সঞ্চয় ও ধরে রাখার ব্যবস্থা করতে হবে, সরকারি খাসজমিগুলোতে  মিঠা পানির আধার তৈরি করা যেতে পারে।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে প্রচুর পানির উৎস রয়েছে, কিন্তু এ উৎসগুলো ক্রমাগত দূষিত হচ্ছে এবং পরিবেশ বিপর্যয় ঘটছে । এমন কি ভূপৃষ্ঠের পানি এবং ভূগর্ভস্থ পানির উৎস উভয়ই নানাভাবে দূষিত ও  বিষাক্ত ট্রেস ধাতু, কলিফর্মের পাশাপাশি অন্যান্য জৈব ও অজৈব দূষক দ্বারা নিয়ন্ত্রণহীন ভাবে দূষিত হয়ে চলেছে । যেহেতু বেশিরভাগ জনসংখ্যা এ জলের উত্সগুলি ব্যবহার করে, বিশেষ করে ভূগর্ভস্থ জলের উত্স যা সারা দেশে উচ্চ পরিমাণে আর্সেনিক ধারণ করে; জল খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলেছে । পানিবাহিত রোগে মৃত্যুর সংখ্যাধিক্য বাংলাদেশে ব্যাপক।গার্হস্থ্য বর্জ্যের অনুপযুক্ত নিষ্পত্তি,  অপরিশোধিত শিল্প বর্জ্য,  কৃষি প্রবাহ জল দূষণের ক্ষেত্রে প্রধান অবদানকারী।জনস্বাস্থ্য ঝুঁকি মূল্যায়নের জন্য এ দেশের মোট জল দূষণের অবস্থা, সেই সাথে এই গুরুতর অবস্থা উৎস গুলি অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে জল দূষণের অবস্থা এবং জনস্বাস্থ্যের উপর এর বিরূপ প্রভাবের নানা চিত্র মিডিয়ায় উঠে আসছে। 

কানাডার আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের কোস্টাল ১৯ গ্রুপের সহযোগে ও  স্থানীয় কক্সবাজার চেম্বার অব কমার্স, কক্সবাজার চেম্বার অব কমার্স ভেলু চেইন গ্রুপের অংশগ্রহণে বিষয়টি নিয়ে কাজ করতে শুরু করেছে। পানির অধিকার মানবাধিকার এ শ্লোগান নিয়ে উপকূলীয় সকল মানুষের পানি অধিকার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এবং একশনএইড বাংলাদেশ সহ আরো কয়েকটি সংগঠন। 

বৈশ্বিক পানি সংকট নিয়ে জাতিসংঘের একটি ব্যতিক্রমী সম্মেলন অনুষ্ঠিত হলো ২০ মার্চ, ২০২৩। বিশ্বজুড়ে পানি সংকটের বিষয়টি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল। যদিও এর সাথে বিশ্বের কোটি কোটি মানুষের কল্যাণ জড়িত। আশার কথা দীর্ঘ নীরবতা ভেঙে চলতি সপ্তাহে জাতিসংঘ এ সংকট মোকাবেলায় ব্যতিক্রমী এক সম্মেলনের আয়োজন করছে।… নেদারল্যান্ডসের পানি বিষয়ক বিশেষ দূত হেংক ওভিংক বলেছেন, ‘গত ৪৬ বছরের মধ্যে এ প্রথম বিশ্ব পানি ইস্যুতে একত্রিত হচ্ছে। তাজিকিস্তানকে সাথে নিয়ে দেশটি জাতিসংঘ পানি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।’ 

সম্মেলনের প্রাথমিক লক্ষ্য বৈশ্বিক পানি সংকট নিয়ে সচেতনতা সৃষ্টি এবং পানি সম্পর্কিত লক্ষ্য ও উদ্দেশ অর্জনে আন্তর্জাতিকভাবে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা।… সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩’-এ অবশ্যই জোরালো ‘ওয়াটার অ্যাকশন এজেন্ডা’ গ্রহণ করতে হবে।… জাতিসংঘ বলছে, বিশ্বের ২শ’ ৩০ কোটি লোক আজ পানি সংকটে ভুগছে। ২০২০ সালে ২শ’ কোটি লোকের খাবার পানির সংকট ছিল, ৩শ’ ৬০ কোটি লোকের বাড়িতে কোন টয়লেট ছিল না এবং ২শ’ ৩০ কোটি লোকের বাড়িতে হাত ধোয়ারও ব্যবস্থা ছিল না।…স্যানিটারি ব্যবস্থার দুর্বলতার কারণে লোকজন অতি সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ছে।… এ সকল প্রেক্ষিত ২০১৫ সালে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে বেশ দূরের বিষয়। এ লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে সকলের জন্যে পানি ও স্যানিটেশান সুবিধা নিশ্চিতের কথা বলা হয়েছে। (সূত্র: বাসস) 

বৈশ্বিক পানি সংকট নিয়ে জাতিসংঘের এ উদ্বেগ উৎকণ্ঠা  কিভাবে মোকাবেলা করছে উন্নত বিশ্ব? এখানে কানাডার কিছু তথ্য তুলে ধরা হলো। কানাডার প্রদেশগুলির মধ্যে জলের অধিকার পরিবর্তিত হয়। প্রতিটি প্রদেশ পানির অধিকারের জন্য নিম্নলিখিত চারটি পদ্ধতির মধ্যে একটির মধ্যে পড়ে: পূর্ব বরাদ্দ, পাবলিক অথরিটি, রিপারিয়ান রাইটস, বা সিভিল কোড।

আদিবাসী জল অধিকার প্রতিটি প্রদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কানাডার বিশুদ্ধ জলের অ্যাক্সেস ছিল ২০২০ সালে  ৯৯.০৪%, ২০১৯ থেকে ০% বৃদ্ধি পেয়ে। অনুরূপ কয়েকটি দেশের র্যাঙ্কিং-এ দেখা যায় মোনাকো ১০০,০০%, জার্মানি ৯৯.৯৯% এবং ম্যাকাও ৯৯.৯৮%। পানিকে মৌলিক মানবাধিকার হিসাবে স্বীকৃতি দিয়ে, জাতিসংঘের প্রয়োজন হচ্ছে প্রতিটি সরকার  যেন অগ্রাধিকার ভিত্তিতে তার সমস্ত নাগরিক নিরাপদ, পর্যাপ্ত, অ্যাক্সেসযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে পানির সাথে নিরাপদ স্যানিটেশন সরবরাহ করে ।  একজন ব্যক্তির পানির অধিকারকে সরকার অবশ্যই সম্মান, সুরক্ষা এবং পূরণ করতে হবে। মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজন পানি এবং ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদে বর্ণিত জীবন ও মানবাধিকারের অধিকার অংশ…. এবং স্বাস্থ্যকর পরিবেশ এবং টেকসই উন্নয়নের অধিকার মানুষের মৌলিক অধিকার “জীবনের” অধিকারের অন্তর্গত।

বাংলাদেশের উপকূলের সকলের জন্য পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে অ্যাকশন এজেন্ডা তৈরি করার জন্য সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট লোকজন সমন্বিতভাবে কাজ করতে হবেজাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জলবায়ু অর্থায়নে সহজ এবং দ্রুত প্রবেশাধিকারও নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিক সহায়তা  পেতে জলবায়ু কূটনীতিকে আরো শক্তিশালী ও জোরদার করতে হবে।

শেয়ার করুন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

দেলোয়ার জাহিদ

সিনিয়র রিসার্চ ফ্যাকাল্টি মেম্বার, প্রাবন্ধিক ও রেড ডিয়ার (আলবার্টা, কানাডা) নিবাসী

ওয়েবসাইটটির সার্বিক উন্নতির জন্য বাংলাদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে স্পনসর খোঁজা হচ্ছে।

বৈশ্বিক পানি সংকট : জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও বাংলাদেশের উপকূলজুড়ে সুপেয় পানির অভাব

প্রকাশ: ০৬:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের শিকার একটি ক্ষতিগ্রস্ত দেশ। বাংলাদেশের ১৯ টি উপকূলীয়  জেলার সমগ্র অঞ্চল ও অধিবাসীগণ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন ও দক্ষতা বৃদ্ধিসহ  কর্মসংস্থানের যুগোপোযুগী এবং কৌশলগত পরিকল্পনার অভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

জলবায়ুর পরিবর্তন জনিত কারণে সাগরের তলদেশ ভরাট হয়ে  যাচ্ছে এবং সংযুক্ত নদ -নদীগুলো দূষিত পানি প্রবাহ সাগরে ঠেলে দিচ্ছে।  আর্সেনিকের বিষক্রিয়া বাংলাদেশে এখন প্রতি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ। আনুমানিক ৭৫ মিলিয়ন মানুষ আর্সেনিকযুক্ত জলের সংস্পর্শে এসেছে ও  আরো আসতে শুরু করেছে । এ ধরনের বিষক্রিয়া ভবিষ্যতে প্রায় ৩ লক্ষ মানুষের ক্যান্সার-সম্পর্কিত রোগাক্রান্ত হয়ে মৃত্যুর কারণ হতে পারে।

সাগর উপকূলগুলোতে লবনাক্ত পানি এলাকায় উপকুলীয় জনগোষ্ঠির পানির অধিকারকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে, মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই বাংলাদেশের উপক‚লীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির  ন্যায্য সর্বজনীন, ও টেকসই প্রবেশগম্যতাকে নিশ্চিত করতে আশু পদক্ষেপ গ্রহন করতে হবে. সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধি করার সাথে সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ, এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল ও জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি সঞ্চয় ও ধরে রাখার ব্যবস্থা করতে হবে, সরকারি খাসজমিগুলোতে  মিঠা পানির আধার তৈরি করা যেতে পারে।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে প্রচুর পানির উৎস রয়েছে, কিন্তু এ উৎসগুলো ক্রমাগত দূষিত হচ্ছে এবং পরিবেশ বিপর্যয় ঘটছে । এমন কি ভূপৃষ্ঠের পানি এবং ভূগর্ভস্থ পানির উৎস উভয়ই নানাভাবে দূষিত ও  বিষাক্ত ট্রেস ধাতু, কলিফর্মের পাশাপাশি অন্যান্য জৈব ও অজৈব দূষক দ্বারা নিয়ন্ত্রণহীন ভাবে দূষিত হয়ে চলেছে । যেহেতু বেশিরভাগ জনসংখ্যা এ জলের উত্সগুলি ব্যবহার করে, বিশেষ করে ভূগর্ভস্থ জলের উত্স যা সারা দেশে উচ্চ পরিমাণে আর্সেনিক ধারণ করে; জল খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলেছে । পানিবাহিত রোগে মৃত্যুর সংখ্যাধিক্য বাংলাদেশে ব্যাপক।গার্হস্থ্য বর্জ্যের অনুপযুক্ত নিষ্পত্তি,  অপরিশোধিত শিল্প বর্জ্য,  কৃষি প্রবাহ জল দূষণের ক্ষেত্রে প্রধান অবদানকারী।জনস্বাস্থ্য ঝুঁকি মূল্যায়নের জন্য এ দেশের মোট জল দূষণের অবস্থা, সেই সাথে এই গুরুতর অবস্থা উৎস গুলি অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে জল দূষণের অবস্থা এবং জনস্বাস্থ্যের উপর এর বিরূপ প্রভাবের নানা চিত্র মিডিয়ায় উঠে আসছে। 

কানাডার আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের কোস্টাল ১৯ গ্রুপের সহযোগে ও  স্থানীয় কক্সবাজার চেম্বার অব কমার্স, কক্সবাজার চেম্বার অব কমার্স ভেলু চেইন গ্রুপের অংশগ্রহণে বিষয়টি নিয়ে কাজ করতে শুরু করেছে। পানির অধিকার মানবাধিকার এ শ্লোগান নিয়ে উপকূলীয় সকল মানুষের পানি অধিকার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এবং একশনএইড বাংলাদেশ সহ আরো কয়েকটি সংগঠন। 

বৈশ্বিক পানি সংকট নিয়ে জাতিসংঘের একটি ব্যতিক্রমী সম্মেলন অনুষ্ঠিত হলো ২০ মার্চ, ২০২৩। বিশ্বজুড়ে পানি সংকটের বিষয়টি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল। যদিও এর সাথে বিশ্বের কোটি কোটি মানুষের কল্যাণ জড়িত। আশার কথা দীর্ঘ নীরবতা ভেঙে চলতি সপ্তাহে জাতিসংঘ এ সংকট মোকাবেলায় ব্যতিক্রমী এক সম্মেলনের আয়োজন করছে।… নেদারল্যান্ডসের পানি বিষয়ক বিশেষ দূত হেংক ওভিংক বলেছেন, ‘গত ৪৬ বছরের মধ্যে এ প্রথম বিশ্ব পানি ইস্যুতে একত্রিত হচ্ছে। তাজিকিস্তানকে সাথে নিয়ে দেশটি জাতিসংঘ পানি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।’ 

সম্মেলনের প্রাথমিক লক্ষ্য বৈশ্বিক পানি সংকট নিয়ে সচেতনতা সৃষ্টি এবং পানি সম্পর্কিত লক্ষ্য ও উদ্দেশ অর্জনে আন্তর্জাতিকভাবে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা।… সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩’-এ অবশ্যই জোরালো ‘ওয়াটার অ্যাকশন এজেন্ডা’ গ্রহণ করতে হবে।… জাতিসংঘ বলছে, বিশ্বের ২শ’ ৩০ কোটি লোক আজ পানি সংকটে ভুগছে। ২০২০ সালে ২শ’ কোটি লোকের খাবার পানির সংকট ছিল, ৩শ’ ৬০ কোটি লোকের বাড়িতে কোন টয়লেট ছিল না এবং ২শ’ ৩০ কোটি লোকের বাড়িতে হাত ধোয়ারও ব্যবস্থা ছিল না।…স্যানিটারি ব্যবস্থার দুর্বলতার কারণে লোকজন অতি সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ছে।… এ সকল প্রেক্ষিত ২০১৫ সালে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে বেশ দূরের বিষয়। এ লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে সকলের জন্যে পানি ও স্যানিটেশান সুবিধা নিশ্চিতের কথা বলা হয়েছে। (সূত্র: বাসস) 

বৈশ্বিক পানি সংকট নিয়ে জাতিসংঘের এ উদ্বেগ উৎকণ্ঠা  কিভাবে মোকাবেলা করছে উন্নত বিশ্ব? এখানে কানাডার কিছু তথ্য তুলে ধরা হলো। কানাডার প্রদেশগুলির মধ্যে জলের অধিকার পরিবর্তিত হয়। প্রতিটি প্রদেশ পানির অধিকারের জন্য নিম্নলিখিত চারটি পদ্ধতির মধ্যে একটির মধ্যে পড়ে: পূর্ব বরাদ্দ, পাবলিক অথরিটি, রিপারিয়ান রাইটস, বা সিভিল কোড।

আদিবাসী জল অধিকার প্রতিটি প্রদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কানাডার বিশুদ্ধ জলের অ্যাক্সেস ছিল ২০২০ সালে  ৯৯.০৪%, ২০১৯ থেকে ০% বৃদ্ধি পেয়ে। অনুরূপ কয়েকটি দেশের র্যাঙ্কিং-এ দেখা যায় মোনাকো ১০০,০০%, জার্মানি ৯৯.৯৯% এবং ম্যাকাও ৯৯.৯৮%। পানিকে মৌলিক মানবাধিকার হিসাবে স্বীকৃতি দিয়ে, জাতিসংঘের প্রয়োজন হচ্ছে প্রতিটি সরকার  যেন অগ্রাধিকার ভিত্তিতে তার সমস্ত নাগরিক নিরাপদ, পর্যাপ্ত, অ্যাক্সেসযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে পানির সাথে নিরাপদ স্যানিটেশন সরবরাহ করে ।  একজন ব্যক্তির পানির অধিকারকে সরকার অবশ্যই সম্মান, সুরক্ষা এবং পূরণ করতে হবে। মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজন পানি এবং ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদে বর্ণিত জীবন ও মানবাধিকারের অধিকার অংশ…. এবং স্বাস্থ্যকর পরিবেশ এবং টেকসই উন্নয়নের অধিকার মানুষের মৌলিক অধিকার “জীবনের” অধিকারের অন্তর্গত।

বাংলাদেশের উপকূলের সকলের জন্য পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে অ্যাকশন এজেন্ডা তৈরি করার জন্য সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট লোকজন সমন্বিতভাবে কাজ করতে হবেজাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জলবায়ু অর্থায়নে সহজ এবং দ্রুত প্রবেশাধিকারও নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিক সহায়তা  পেতে জলবায়ু কূটনীতিকে আরো শক্তিশালী ও জোরদার করতে হবে।