বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ, বৈশ্বিক দায় ও দায়িত্বশীলতা

ইউনাইটেড নেশনস ফর হিউম্যান রাইটস কাউন্সিল (United Nations for Human Rights Council - UNHRC) জাতিসংঘের একটি সংস্থা যার লক্ষ্য সারা বিশ্বে মানবাধিকারের প্রচার ও সুরক্ষা।  কাউন্সিল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে এবং সংগঠন ও সমাবেশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বাস ও ধর্মের স্বাধীনতা নারী অধিকার, LGBT অধিকার, এবং জাতিগত ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ। মানবাধিকার পরিষদে বাংলাদেশের এ জয়ের পথ মোটেই মসৃন ছিল না।  দেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানাহ বিতর্ক ও প্রশ্ন থাকায় বাংলাদেশের এ জয়টা ছিল খুবই চ্যালেঞ্জের, ছিল প্রত্যাশার চেয়েও বড়ো প্রাপ্তির।  এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪টি আসনের মধ্যে বাংলাদেশ সোহো আরও ৩টি দেশ বিজয়ী হয়েছে। মর্যাদাপূর্ণ ওই পর্ষদের ভোটাভুটিতে ১৯৩ ভোটের মধ্যে ১৬০ ভোট পেয়ে বাংলাদেশ শীর্ষ স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এ প্রাপ্তি নিয়ে জাতি হিসেবে

আমরা গর্বিত। শোষক আর শোষিতের পৃথিবীতে মানবাধিকারের ব্যাপারে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন সোচ্চার ।  মানুষের মানবিক অধিকার আদায়ের সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণার দেশের ইতিহাসের শিকড় অনেক গভীরে।  গত  ১১ অক্টোবর, জাতিসংঘের সাধারণ পরিষদ আলজেরিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, কিরগিজস্তান, মালদ্বীপ, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান এবং ভিয়েতনামকে মানবাধিকার কাউন্সিলের (এইচআরসি) জন্য নির্বাচিত করায় নড়ে চড়ে বসেছে বোদ্ধামহল।

বিশ্বায়ন জাতি-রাষ্ট্রের  জাতীয় সীমানার ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে, এবং “অন্তর্বাদী” রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমস্যাগুলির ক্রমবর্ধমান বিন্যাস মোকাবেলা করার জন্য বিশ্বব্যাপী কৌশল তৈরি করার জন্য সরকারগুলোকে চ্যালেঞ্জ করে (জুন ও রাইট, ১৯৯৬, পৃ. ১৫)।

বৈশ্বিক বিশ্বে জাতি-রাষ্ট্রের ভূমিকা আন্তঃনির্ভরতার প্রধান কারণ হিসাবে মূলত একটি নিয়ন্ত্রক। যদিও জাতি-রাষ্ট্রের অভ্যন্তরীণ ভূমিকা অনেকাংশেই এখনো অপরিবর্তিত রয়েছে, যে রাজ্যগুলি আগে বিচ্ছিন্ন ছিল তারা ও এখন আন্তর্জাতিক বাণিজ্য ও নীতি-নির্ধারণের জন্য একে অপরের সাথে জড়িত হতে বাধ্য হয়েছে।

 ‘দোলনা থেকে কবর পর্যন্ত’ আধুনিক রাষ্ট্রের অধীনে সরকার নাগরিকদের যত্ন নেওয়ার কথা আধুনিক রাষ্ট্র তার সীমানার মধ্যে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর অভূতপূর্ব নিয়ন্ত্রণ অর্জন করেছে। আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য যেমন: অঞ্চল, বাহ্যিক ও

অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, বৈধতা এবং আমলাতন্ত্র।  এগুলোর মাধ্যমে একটি উন্নত রাষ্ট্র তার জনগণকে নিরাপদ রাখতে সচেষ্ট থাকতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে তার সীমানা সিল এবং সুরক্ষিত রয়েছে।  একটি সুনিপুণ সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে বাজারে সমাজে একীভূত করতে হবে।

‘আধুনিক রাষ্ট্র তার জনগণের কল্যাণের জন্য সচেষ্ট থাকবে।   তাই ‘কল্যাণ রাষ্ট্র’ নামে আরেকটি ধারণার অস্তিত্ব তৈরী হয়েছে।

আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নব্য-উদারনৈতিক দৃষ্টান্ত হলো বৈশ্বিক শাসনের  একটি নৈতিক প্রক্রিয়া। রাষ্ট্রীয় কর্তৃত্বের উপর পুঁজি ও বাজার ব্যবস্থায়  বিশেষাধিকার এ শাসনের ফাঁক তৈরি করেছে, যা বেসরকারী এবং সুশীল সমাজ সেক্টরের অভিনেতাদেরকে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ করে তুলছে।

বিশ্বব্যাপী শাসন যেভাবে অনুশীলন করা হয় তা কাজ করছে না (কোয়েন এবং পেগ্রাম, ২০১৫,: ৪১৭),

ইউনাইটেড নেশনস ফর হিউম্যান রাইটস কাউন্সিল (United Nations for Human Rights Council – UNHRC) জাতিসংঘের একটি সংস্থা যার লক্ষ্য সারা বিশ্বে মানবাধিকারের প্রচার ও সুরক্ষা।  কাউন্সিল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে এবং সংগঠন ও সমাবেশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বাস ও ধর্মের স্বাধীনতা নারী অধিকার, LGBT অধিকার, এবং জাতিগত ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়ার ঘটনা  যতটা না আত্মতৃপ্তির এর চেয়ে বেশি আত্মউপলব্দীর।  এ দায়িত্ব বিশ্বব্যাপী মানবাধিকার কৌশল ও সমাধানগুলোকে  নিয়ে কাজ করার, জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে অন্য রাষ্ট্রের জবাবদিহিতা নেয়ার।

দেলোয়ার জাহিদ
সিনিয়র রিসার্চ ফ্যাকাল্টি মেম্বার, প্রাবন্ধিক ও রেড ডিয়ার (আলবার্টা, কানাডা) নিবাসী

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ

বৈশ্বিক পানি সংকট : জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও বাংলাদেশের উপকূলজুড়ে সুপেয় পানির অভাব

বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের শিকার একটি ক্ষতিগ্রস্ত দেশ। বাংলাদেশের ১৯ টি উপকূলীয়  জেলার সমগ্র অঞ্চল ও অধিবাসীগণ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত...

বিভক্ত বিশ্বে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি রোধে ঐতিহাসিক’ চুক্তি ও বহুপাক্ষিকতার বিজয়

বিভাজিত বিশ্বে পরিবেশের সুরক্ষা নিশ্চিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা ও পৃথিবীর প্রায় অর্ধেক...

অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার যুগে বাংলাদেশ

যেহেতু অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা একটি নতুন ধারণা, তাই বাস্তবায়নের জন্য এমন একটি কমিটি থাকা উচিত যারা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে পাঠ্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কার্যক্রম রেকর্ড করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে তাও স্পষ্ট করতে হবে। কারণ মূল্যায়নের ন্যায্যতা প্রমাণের জন্য অভিজ্ঞতার রেকর্ড সংরক্ষণের প্রয়োজন হবে।

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে প্রয়োজন দক্ষ জনসম্পদ

জনশক্তি রপ্তানিতে রেকর্ড হলেও বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহের হার কমেছে বিদায়ী বছরে। সদ্য শেষ...

অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার যুগে বাংলাদেশ

যেহেতু অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা একটি নতুন ধারণা, তাই বাস্তবায়নের জন্য এমন একটি কমিটি থাকা উচিত যারা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে পাঠ্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কার্যক্রম রেকর্ড করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে তাও স্পষ্ট করতে হবে। কারণ মূল্যায়নের ন্যায্যতা প্রমাণের জন্য অভিজ্ঞতার রেকর্ড সংরক্ষণের প্রয়োজন হবে।

যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ

ইউরোপে মুসলিম বিদ্বেষিতা নতুন কিছু নয়। মধ্যযুগ থেকে এর সূত্রপাত। মধ্যযুগে খ্রিষ্টানদের কাছে জেরুজালেম শহরটি ছিল তাদের ধর্মীয় প্রেরণার প্রধান কেন্দ্র। তাদের...

হোয়াইট কলার বা ভদ্রবেশী  অপরাধ কী এবং বাংলাদেশে ভদ্রবেশী অপরাধের সংঘটন

হোয়াইট কলার অপরাধ। এর কোনো আইনগত সংজ্ঞা নেই। বাংলা শব্দে এটা ‘ভদ্রবেশী অপরাধ।’ মার্কিন যুক্তরাষ্ট্রে এর উৎপত্তি হলেও ক্রমে তা বিভিন্ন রাষ্ট্রে...
আরও পড়তে পারেন

শিরক কী, মানুষ কীভাবে শিরকে লিপ্ত হয়

ইসলাম একমাত্র ধর্ম যেখানে স্রষ্টা তার কোনো ক্ষমতাতেই কাউকে অংশীদার সাব্যস্ত করেননি। অর্থাৎ আল্লাহই একমাত্র একক ইলাহ যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। সৃষ্টির...

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (Human Resource management) হলো একই সঙ্গে একটি অধ্যয়নের বিষয় ও ব্যবস্থাপনা কৌশল যা একটি প্রতিষ্ঠানের...

টপ্পা গান কী, টপ্পা গানের উৎপত্তি, বাংলায় টপ্পা গান ও এর বিশেষত্ব

টপ্পা গান এক ধরনের লোকিক গান বা লোকগীতি যা ভারত ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুবই প্রিয়। এই টপ্পা গান বলতে...

রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বোঝায় এবং ভারতীয় উপমহাদেশে রাজনীতি বা রাষ্ট্রচিন্তা

রাষ্ট্রবিজ্ঞান (Political Science) সমাজবিজ্ঞানের একটি শাখাবিশেষ যেখানে পরিচালন প্রক্রিয়া, রাষ্ট্র, সরকার এবং রাজনীতি সম্পর্কীয় বিষয়াবলী নিয়ে আলোকপাত করা হয়।  এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র...

গণতন্ত্রের সংজ্ঞা কী বা গণতন্ত্র বলতে কী বোঝায়

গণতন্ত্র বলতে কোনো জাতিরাষ্ট্রের অথবা কোনো সংগঠনের এমন একটি শাসনব্যবস্থাকে বা পরিচালনাব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here