০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
                       

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন ঋণ নেওয়ার যোগ্যতা, শর্ত, কাগজপত্র ও সুদের হার

  • প্রকাশ: ১০:১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • / ৮৬৪৩ বার পড়া হয়েছে

প্রব্যাসী কল্যাণ ব্যাংকের লোগো


Google News
বিশ্লেষণ-এর সর্বশেষ নিবন্ধ পড়তে গুগল নিউজে যোগ দিন

বিশেষ শর্তসাপেক্ষে এবং স্বল্পমূল্যে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

দেখা যায় যে, বাংলাদেশের অনেক লোকবল বিদেশে উপার্জনের জন্য যেতে জমিজমা, ভিটেমাটি বিক্রি করে দেন। এভাবে নিজের জমি বা অন্যান্য সম্পদ বিক্রি করার ফলে অনেকেই বিপদগ্রস্ত হয়েছেন। জমিজমা এবং অন্যান্য সম্পদ যাতে বিক্রি করতে না হয় সে দিকে লক্ষ্য করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ব্যাংক (Probashi Kallyan Bank) একটি বিশেষ ঋণ বা লোন (Loan) প্রদান প্রদান করে। আপনি যদি এই লোন নেওয়ার জন্য উপযুক্ত মনে করেন এবং এই লোন আপনার প্রয়োজন হয় তাহলে ব্যাংকে সরাসরি আবেদন করুন। প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘অভিবাসন ঋণ’ নেওয়ার জন্য কোনো ধরনের প্রসেসিং ফি বা কোনো ধরনের চার্জ দিতে হয় না।

বিদেশগামী কর্মীদের সহজ শর্তে জামানতবিহীন অভিবাসন খণ গ্রহণে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস

  • বিনামুল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন দাখিল
  • ঋণ আবেদনকারীর ৪ কপি পাসর্পোট সাইজের ছবি
  • জাতীয় পরিচয়পত্রেএ ফটোকপি
  • বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাসহ পৌরসভা/ ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর ফটোকপি
  • আবেদনকারীর পাসপোর্ট, ভিসার কপি ও ম্যানপাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি এবং লেবার কন্ট্রান্ট পেপার (যদি থাকে, বাধ্যতামূলক নয়)
  • ২ (দুই) জন জামিনদারের ১ (এক) কপি করে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাসহ পৌরসভা/ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর ফটোকপি
  • জামিনদারদের যে-কোনো ১ জনের স্বাক্ষরকৃত ব্যাংকের ৩ টি চেকের পাতা
  • ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব খুলতে হবে। 

ঋণ সীমা

  • নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩.০০ (তিন) লক্ষ টাকা
  • রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ২.০০ (দুই) লক্ষ টাকা।

ঋণের মেয়াদ

  • নতুন ভিসার ক্ষেত্রে খণের মেয়াদ সর্বোচ্চ ০৩ (তিন) বছর
  • রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে খণের মেয়াদ সর্বোচ্চ ০২ (দুই) বছর। 

ধাপের পরিশোধসূচী 

  • ২ (দুই) মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। 

সুদের হার

প্রবাসীন কল্যাণ ব্যাংকের অভিবাসন ঋণের সুদের হার ৯% (সরল সুদ)।

সেবা প্রদানের সময়সীমা

যথাযথ কাগজপত্রসহ আবেদনকারীর আবেদন করার পর তা যাচাই ও অন্যান্য প্রক্রিয়াকরণ শেষ হতে ৭ কর্মদিবসের বেশি লাগে না। এ ক্ষেত্রে অভিবাসন ঋণ বা লোনের আবেদনকারী আবেদনের পর ৭ কর্মদিবিসের মাথায় লোন পেয়ে যাবেন।

কত টাকা চার্জ লাগে?

প্রবাসী কল্যান ব্যাংকের অভিবাসন ঋণ বা লোন গ্রহণের জন্য কোনো ধরনের সার্ভিস চার্জ নেই। আবেদন থেকে শুরু করে লোন পাওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়াকরণ বিনামূল্যে করা হয়।

শেয়ার করুন

9 thoughts on “প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন ঋণ নেওয়ার যোগ্যতা, শর্ত, কাগজপত্র ও সুদের হার

  1. আমি প্রবাসে যাব তাই একটা লোন কোরতে চাই কীভাবে করবো?

    1. এখানে মোটামুটিভাবে সবই বলে দেওয়া আছে। আরও জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।

  2. আমি ফিজি দেশে যাওয়ার জন্য ভিসা আর ওয়ারক পারমিট এর ডকুমেন্টস এবং আমার জাবতিয় পেপারস দিয়ে কি লোন পাব
    কেও জানাবেন প্লিজ।।।।

  3. একটা ফালতু ব্যাংক যা কোন কাজেই আসে না, এখানে বলছে একরকম ব্যাংকে গেলে হয়ে আর এক রকম,বাপ লাগবে, ভাই লাগবে জমির দলিল লাগবে, জামিনদার তিন জন লাগবে অন্য বাংকের চেক লাগবে। ১৫ দিন আগে আসতে হবে, আবার সপ্তাহে তিন দিন ছাড়া আবেদন জমা নেওয়া হয় না ইত্যাদি।

  4. আমি প্রবাস আছি। আমি লোনটি কি ভাবে পাবো। আমাকে কি জানাবেন

  5. আমি নতুন প্রবাসে যাব কিন্তু ভিসার জন্য আবেদনের সময় তো টাকা দিতে হবে। কিন্তু প্রবাস ঋন দিবো ভিসার পাওয়া পর কপি দিয়ে তো এখন কি ভিসার পাওয়া আগে ঋন নিতে পারবো না কী?

  6. আমি কাতার প্রবাসী, আমার নতুন ঘরের জন্য লোন প্রয়োজন এখন কি করতে পারি?

    1. নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

বিশেষ শর্তসাপেক্ষে এই ওয়েবসাইটটি সামাজিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন ঋণ নেওয়ার যোগ্যতা, শর্ত, কাগজপত্র ও সুদের হার

প্রকাশ: ১০:১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

দেখা যায় যে, বাংলাদেশের অনেক লোকবল বিদেশে উপার্জনের জন্য যেতে জমিজমা, ভিটেমাটি বিক্রি করে দেন। এভাবে নিজের জমি বা অন্যান্য সম্পদ বিক্রি করার ফলে অনেকেই বিপদগ্রস্ত হয়েছেন। জমিজমা এবং অন্যান্য সম্পদ যাতে বিক্রি করতে না হয় সে দিকে লক্ষ্য করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ব্যাংক (Probashi Kallyan Bank) একটি বিশেষ ঋণ বা লোন (Loan) প্রদান প্রদান করে। আপনি যদি এই লোন নেওয়ার জন্য উপযুক্ত মনে করেন এবং এই লোন আপনার প্রয়োজন হয় তাহলে ব্যাংকে সরাসরি আবেদন করুন। প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘অভিবাসন ঋণ’ নেওয়ার জন্য কোনো ধরনের প্রসেসিং ফি বা কোনো ধরনের চার্জ দিতে হয় না।

বিদেশগামী কর্মীদের সহজ শর্তে জামানতবিহীন অভিবাসন খণ গ্রহণে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস

  • বিনামুল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন দাখিল
  • ঋণ আবেদনকারীর ৪ কপি পাসর্পোট সাইজের ছবি
  • জাতীয় পরিচয়পত্রেএ ফটোকপি
  • বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাসহ পৌরসভা/ ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর ফটোকপি
  • আবেদনকারীর পাসপোর্ট, ভিসার কপি ও ম্যানপাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি এবং লেবার কন্ট্রান্ট পেপার (যদি থাকে, বাধ্যতামূলক নয়)
  • ২ (দুই) জন জামিনদারের ১ (এক) কপি করে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাসহ পৌরসভা/ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর ফটোকপি
  • জামিনদারদের যে-কোনো ১ জনের স্বাক্ষরকৃত ব্যাংকের ৩ টি চেকের পাতা
  • ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব খুলতে হবে। 

ঋণ সীমা

  • নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩.০০ (তিন) লক্ষ টাকা
  • রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ২.০০ (দুই) লক্ষ টাকা।

ঋণের মেয়াদ

  • নতুন ভিসার ক্ষেত্রে খণের মেয়াদ সর্বোচ্চ ০৩ (তিন) বছর
  • রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে খণের মেয়াদ সর্বোচ্চ ০২ (দুই) বছর। 

ধাপের পরিশোধসূচী 

  • ২ (দুই) মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। 

সুদের হার

প্রবাসীন কল্যাণ ব্যাংকের অভিবাসন ঋণের সুদের হার ৯% (সরল সুদ)।

সেবা প্রদানের সময়সীমা

যথাযথ কাগজপত্রসহ আবেদনকারীর আবেদন করার পর তা যাচাই ও অন্যান্য প্রক্রিয়াকরণ শেষ হতে ৭ কর্মদিবসের বেশি লাগে না। এ ক্ষেত্রে অভিবাসন ঋণ বা লোনের আবেদনকারী আবেদনের পর ৭ কর্মদিবিসের মাথায় লোন পেয়ে যাবেন।

কত টাকা চার্জ লাগে?

প্রবাসী কল্যান ব্যাংকের অভিবাসন ঋণ বা লোন গ্রহণের জন্য কোনো ধরনের সার্ভিস চার্জ নেই। আবেদন থেকে শুরু করে লোন পাওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়াকরণ বিনামূল্যে করা হয়।