০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
                       

জনতা ব্যাংকের এনজিও লিংকেজ ঋন কর্মসূচী

  • প্রকাশ: ০২:১৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • / ১৮৩৫ বার পড়া হয়েছে

জনতা ব্যাংক লিমিটেডের লোগো

এনজিও লিংকেজ ঋন কর্মসূচী

ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)এনজিও লিংকেজ কর্মসূচীর আওতায় দুই পদ্ধতিতে ঋন কার্যক্রম পরিচালিত হয়:
১. এনজিও- এম এফ আই কে সরাসরি ঋন প্রদান।
২. ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী নেটওয়ার্ক প্রতিষ্ঠানের আওতাভুক্ত এনজিও- এম এফ আই কে ঋন প্রদান।
ঋণসীমা (Limit)বোর্ড অব ডিরেক্টরস কতৃক এনজিও লিংকেজ ঋনের ক্ষেত্রে সহজামানতসহ এবং সহজামানত ব্রতীত সীমাহীন ঋন প্রদান করা যাবে ।
সুদের হার (Rate)৯% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)।
কিস্তির ধরণ (Installment Type)বার্ষিক
লোনের মেয়াদ (Period of loan)সর্বোচ্চ ৩ (তিন ) বছর।
জামানাত (Security)১। বৃহৎ/জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত/পরিচিত এনজিওদের ক্ষেত্রে
ক) কর্পোরেটগ্যারান্টি;
খ) প্রযোজ্য ক্ষেত্রে সংস্থার কার্যকরী কমিটি/নির্বাহী কমিটি/স্পন্সর সদস্যদের ব্যক্তিগত গ্যারান্টি;
গ) প্রয়োজন হলে ব্যাংকার কাস্টমার সম্পর্কের ভিত্তিতে ও ব্যাংক ঋণের ঝুঁকি কমানোর লক্ষে ঋণাঙ্কের ২০% থেকে ৩০% এফডিআর লিয়েন করা যেতে পারে যা ব্যাংকের অনুকূলে ডিসচার্জ করতে হবে।
ঘ) ব্যাংকের সাথে গ্রাহকের ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।
১.২। ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী নেটওয়ার্ক প্রতিষ্ঠানের আওতাভুক্ত এনজিও এমএফআই এর ক্ষেত্রে (১৫ লক্ষ টাকা পর্যন্ত):
ক) সংস্থার কার্যকরী কমিটি/নির্বাহী কমিটির সদস্যদের ব্যক্তিগত গ্যারান্টি;
খ) সমঝোতা স্মারক স্বাক্ষরকারী নেটওয়ার্ক প্রতিষ্ঠানের গ্যারান্টি।
১৫ লক্ষ টাকার অধিক ঋণের ক্ষেত্রেঃ
উপরোক্ত ক ও খ এ বর্ণিতশর্ত ছাড়াও ব্যাংকার কাস্টমার সম্পর্কের ভিত্তিতে ঋণাংকের ২০% থেকে ৩০% পর্যন্ত এফডিআর লিয়েন রাখতে হবে।
১.৩। উপরোক্ত এনজিও ছাড়া অন্যান্য এনজিও এর ক্ষেত্রেঃ
ক) ঋণ অংকের ১.২৫ গুন মূল্যের স্থাবর সম্পত্তি সমজামানত গ্রহণ; অথবা,
খ) সংস্থার নির্বাহী কমিটির সদস্যদের ব্যক্তিগতও যৌথ গ্যারান্টি এবং গ্যারান্টি ফান্ডের আওতায় প্রাথমিকভাবে ঋণের৩০% থেকে ৪০% পরিমান এফডিআর গ্রহণ এবং পরবর্তীতে পর্যায়ক্রমে গ্যারান্টি ফান্ড বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে প্রতিমাসে অনাদায়ী ঋণ স্থিতির ২% গ্যারান্টি ফান্ডে জমা করতে হবে। প্রতি ছয়মাস অন্তর জমা স্থিতি এফডিআর আকারে লিয়েন করতে হবে।
অনুমোদিত শাখাসমূহ (Designated Branches)বাংলাদেশের অভ্যন্তরে জনতা ব্যাংকের সকল শাখা।

আরও জানতে জনতা ব্যাংকের যে-কোনো শাখায় যোগাযোগ করুন।

শেয়ার করুন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

ওয়েবসাইটটির সার্বিক উন্নতির জন্য বাংলাদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে স্পনসর খোঁজা হচ্ছে।

জনতা ব্যাংকের এনজিও লিংকেজ ঋন কর্মসূচী

প্রকাশ: ০২:১৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

এনজিও লিংকেজ ঋন কর্মসূচী

ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)এনজিও লিংকেজ কর্মসূচীর আওতায় দুই পদ্ধতিতে ঋন কার্যক্রম পরিচালিত হয়:
১. এনজিও- এম এফ আই কে সরাসরি ঋন প্রদান।
২. ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী নেটওয়ার্ক প্রতিষ্ঠানের আওতাভুক্ত এনজিও- এম এফ আই কে ঋন প্রদান।
ঋণসীমা (Limit)বোর্ড অব ডিরেক্টরস কতৃক এনজিও লিংকেজ ঋনের ক্ষেত্রে সহজামানতসহ এবং সহজামানত ব্রতীত সীমাহীন ঋন প্রদান করা যাবে ।
সুদের হার (Rate)৯% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)।
কিস্তির ধরণ (Installment Type)বার্ষিক
লোনের মেয়াদ (Period of loan)সর্বোচ্চ ৩ (তিন ) বছর।
জামানাত (Security)১। বৃহৎ/জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত/পরিচিত এনজিওদের ক্ষেত্রে
ক) কর্পোরেটগ্যারান্টি;
খ) প্রযোজ্য ক্ষেত্রে সংস্থার কার্যকরী কমিটি/নির্বাহী কমিটি/স্পন্সর সদস্যদের ব্যক্তিগত গ্যারান্টি;
গ) প্রয়োজন হলে ব্যাংকার কাস্টমার সম্পর্কের ভিত্তিতে ও ব্যাংক ঋণের ঝুঁকি কমানোর লক্ষে ঋণাঙ্কের ২০% থেকে ৩০% এফডিআর লিয়েন করা যেতে পারে যা ব্যাংকের অনুকূলে ডিসচার্জ করতে হবে।
ঘ) ব্যাংকের সাথে গ্রাহকের ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।
১.২। ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী নেটওয়ার্ক প্রতিষ্ঠানের আওতাভুক্ত এনজিও এমএফআই এর ক্ষেত্রে (১৫ লক্ষ টাকা পর্যন্ত):
ক) সংস্থার কার্যকরী কমিটি/নির্বাহী কমিটির সদস্যদের ব্যক্তিগত গ্যারান্টি;
খ) সমঝোতা স্মারক স্বাক্ষরকারী নেটওয়ার্ক প্রতিষ্ঠানের গ্যারান্টি।
১৫ লক্ষ টাকার অধিক ঋণের ক্ষেত্রেঃ
উপরোক্ত ক ও খ এ বর্ণিতশর্ত ছাড়াও ব্যাংকার কাস্টমার সম্পর্কের ভিত্তিতে ঋণাংকের ২০% থেকে ৩০% পর্যন্ত এফডিআর লিয়েন রাখতে হবে।
১.৩। উপরোক্ত এনজিও ছাড়া অন্যান্য এনজিও এর ক্ষেত্রেঃ
ক) ঋণ অংকের ১.২৫ গুন মূল্যের স্থাবর সম্পত্তি সমজামানত গ্রহণ; অথবা,
খ) সংস্থার নির্বাহী কমিটির সদস্যদের ব্যক্তিগতও যৌথ গ্যারান্টি এবং গ্যারান্টি ফান্ডের আওতায় প্রাথমিকভাবে ঋণের৩০% থেকে ৪০% পরিমান এফডিআর গ্রহণ এবং পরবর্তীতে পর্যায়ক্রমে গ্যারান্টি ফান্ড বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে প্রতিমাসে অনাদায়ী ঋণ স্থিতির ২% গ্যারান্টি ফান্ডে জমা করতে হবে। প্রতি ছয়মাস অন্তর জমা স্থিতি এফডিআর আকারে লিয়েন করতে হবে।
অনুমোদিত শাখাসমূহ (Designated Branches)বাংলাদেশের অভ্যন্তরে জনতা ব্যাংকের সকল শাখা।

আরও জানতে জনতা ব্যাংকের যে-কোনো শাখায় যোগাযোগ করুন।