শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

বাংলাদেশে কৃষি সাংবাদিকতায় ধারাবাহিকতার ধাপ

বাংলাদেশের যোগাযোগের একটি বিশেষ ক্ষেত্র হওয়ার দাবিদার  এ "কৃষি সাংবাদিকতা", উন্নত বিশ্বে যা এখন বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু খাদ্য ব্যবস্থা সম্পর্কে সংবাদ এবং তথ্য রিপোর্ট করার উপর দৃষ্টি নিবদ্ধ করে  "কৃষি সাংবাদিকতা"।

জার্মান  ফ্রাইবুর্গ-এর ইউনিভার্সিটি অব এডুকেশন থেকে স্পেনের ইউনিভার্সিটি অব ভিগো এবং কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় লেখকের  শিখন ও গবেষণাকালীন সময় সাংবাদিকতায় ইউরোপীয়ানদের কৌতূহলের বিষয়গুলোকে উপলব্ধি করেন। বাংলাদেশের সাংবাদিকতার বিষয়ে বিস্ময়ের অভিজ্ঞতায় স্পষ্টতঃই  ফুটে উঠে লিঙ্গ, শিক্ষা, বয়স, বসবাসের এলাকা এবং জাতি/জাতিগততার প্রতি তাদের কৌতুহল, ফুটে উঠে শ্রেণি ও পেশার মানুষের জীবন, জীবিকার   প্রতি তাদের আগ্রহ  ও অনুভূতির বিষয়গুলো। জীবন ভিত্তিক গল্প পড়ার লোকেরা যেন সংযুক্ততা এবং বিশালতার অভিজ্ঞতা লাভ করে লেখক ও বাংলাদেশের সাংবাদিকতা থেকে। সাংবাদিকতা এমন একটি পেশা যার মধ্যে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা, তারপর প্রিন্ট, ডিজিটাল বা সম্প্রচার মিডিয়ার মাধ্যমে বৃহত্তর দর্শকদের কাছে তা পৌঁছে দেয়াকে বুঝি আমরা। 

সাংবাদিকতার সাধারণ ধরনগুলোর মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা, ওয়াচডগ সাংবাদিকতা, মতামত সাংবাদিকতা, সম্প্রচার সাংবাদিকতা, ক্রীড়া সাংবাদিকতা, সম্প্রচার সাংবাদিকতা, বাণিজ্য সাংবাদিকতা,  বিনোদন সাংবাদিকতা ও অনলাইন সাংবাদিকতা এমনিতর ভাবে রয়েছে নানাহ শ্রেণীভাগ।  বাংলাদেশের যোগাযোগের একটি বিশেষ ক্ষেত্র হওয়ার দাবিদার  এ “কৃষি সাংবাদিকতা”, উন্নত বিশ্বে যা এখন বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু খাদ্য ব্যবস্থা সম্পর্কে সংবাদ এবং তথ্য রিপোর্ট করার উপর দৃষ্টি নিবদ্ধ করে  “কৃষি সাংবাদিকতা”।

স্বাধীনতার পর বাংলাদেশের কৃষি মানুষের জীবন, জীবিকা, কর্মসংস্থান এর সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে. দেশের  জিডিপিতে এর অবদান ছিল প্রায় ৬০ শতাংশ। কৃষি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, যা জাতীয় জিডিপিতে বর্তমানে ১৯.৬ শতাংশ অবদান রাখে এবং জনসংখ্যার প্রায় ৬৩ শতাংশের জন্য কর্মসংস্থান প্রদান করে।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলতেন, কৃষি খাতের সঙ্গে নিয়োজিত সেবা ও শিল্পসহ এতে জিডিপির অবদান প্রায় ৪০ শতাংশ। বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশে মোট আবাদি জমির পরিমাণ মোট জমির ৬১.২ শতাংশ (১৯৮০ সালে ৬৮.৩ শতাংশ থেকে কমে)। কৃষি খাতে কর্মসংস্থানের প্রধান উৎস হিসাবে এখনো শীর্ষে রয়ে গেছে।  জমির মালিকানা এবং উত্তরাধিকার বিধির কারণে চাষ যোগ্য জমির পরিমান ছোট থেকে ছোট হচ্ছে। ব্যাপকভাবে  জনসংখ্যা বেড়ে চলেছে। দেশে  ৩টি প্রধান ফসল— চাল, পাট এবং চা; যা কয়েক দশক ধরে কৃষি রপ্তানিতে আধিপত্য তৈরি করছে। পাট এবং চা দেশের প্রধান রপ্তানি আয়কারী। দেশীয় বাজারের জন্য কৃষকরা আখ, তামাক, তুলা এবং বিভিন্ন ফল-ফলাদি ও শাকসবজি এবং আলু, মিষ্টি আলু, কলা, আনারস  উত্পাদন করে। মাছচাষ দেশের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যকলাপ, যা জিডিপিতে প্রায় ৬ শতাংশ অবদান রাখে। অবদান রাখে, গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট ও বনায়ন। বিল্ডিং উপকরণের উত্স হিসাবে নির্মাণ শিল্প এতে ব্যবহৃত হয় কাঠ, ব্যবহৃত হয় কাগজ তৈরির উপকরণের উত্স হিসাবে এবং কৃষি খাতে জ্বালানী কাঠের উত্স হিসাবে।

কোভিড-১৯ অতিমারীর সময়ে, বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রকে স্বতন্ত্র একটি খাত হিসেবে  নিরলসভাবে সহায়তা করেছে কৃষি।  বিশ্বব্যাপী সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি  হলো বাংলাদেশ। দেশের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে পালাক্রমে এগুচ্ছে, একীভূত হচ্ছে।

“দীর্ঘস্থায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান কোভিড-১৯ মহামারীর কারণে বাংলাদেশ যাতে কখনোই দুর্ভিক্ষ ও খাদ্যের অপ্রতুলতার মতো কোনো পরিস্থিতির মুখোমুখি না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, “আমাদের মাটি ও মানুষ আছে। তাই এখন থেকেই আমাদের উদ্যোগ নিতে হবে, বাংলাদেশ যাতে কখনো দুর্ভিক্ষ বা খাদ্য সংকটে না পড়ে। আমরা আমাদের খাদ্য উৎপাদন বাড়াব।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬’ প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির ভাষণে একথা বলেন। (বাসস/ঢাকা, ১২ অক্টোবর ২০২২)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সতর্কবার্তা বাংলাদেশে  কৃষি সাংবাদিকতার গুরুত্বকে উপলব্ধি করায় চিন্তার খোরাক যোগাবে।  কৃষির সাথে জড়িতদের জন্য প্রাসঙ্গিক রিপোর্ট করেন  বা লেখেন কৃষি সাংবাদিকরা কিন্তু গল্পগুলি অ-কৃষি পাঠকদের ও দৃষ্টি আকর্ষণ করে। 

কৃষি সাংবাদিকরা ওয়েব ও প্রিন্ট মিডিয়ায় নিবন্ধ  তৈরি করেন  যা কৃষির বর্তমান প্রবণতাকে রিপোর্ট করে এবং গল্পের তথ্য, উৎসগুলি গবেষণা ও যাচাই করে।  কৃষি সংবাদ; কৃষি বাজার; বীজ, সরঞ্জাম, রসায়ন বা চাষ পদ্ধতিতে নতুন প্রযুক্তি; রোগ বা খাদ্যজনিত প্যাথোজেন প্রাদুর্ভাব; মেলা এবং এক্সপোজ;  শ্রম; সরকারি প্রবিধান; প্রশিক্ষণ; আবহাওয়া; এবং আরও শিক্ষার সুযোগ কৃষি সাংবাদিকদের থাকা উচিত।  দেশের সামাজিক চ্যানেলগুলিতে ট্র্যাফিক তৈরি করতে গল্পগুলিকে  পুশ করতে পারেন কৃষি সাংবাদিকেরা। এ বিষয়ে কিছু সুপারিশমালা বিবেচনায় রাখা যায়।

 যেমন: কৃষির বর্তমান প্রবণতা রিপোর্ট, ওয়েব ও প্রিন্ট নিবন্ধন পরিকল্পনা ও উৎপাদন, নিবন্ধগুলি জন্য নতুন ব্যবসার উৎসগুলোর  বিকাশ, প্রয়োজনে বিশেষ প্রতিবেদন তৈরি, প্রকাশনার জন্য সম্পাদকীয় ক্যালেন্ডার, গল্পের জন্য ডেটা বেস এবং উৎস গুলি গবেষণা এবং যাচাই, নির্ভুলতার জন্য প্রুফ রিড উপাদান, যার  সঠিকতা এবং উপযুক্ততার জন্য বিশেষজ্ঞদের সাথে পরামর্শ।

বাংলাদেশে পল্লী উন্নয়ণ ও অর্থনৈতিক ভাবনার সূতিকাগার হলো বার্ড,-বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি।  কৃষি সাংবাদিকতার ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তা হতে পারে একটি নির্ভরযোগ্য সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ( বার্ড)- এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী এবং কুমিল্লা পদ্ধতির উদ্ভাবক ড. আখতার হামিদ খান-এর ২৩তম মৃত্যুবার্ষিকী(০৯ অক্টোবর, ১৯৯৯) উদযাপিত হলো গত  ১১ অক্টোবর ২০২২ একটি উন্মুক্ত আলোচনার মাধ্যমে এ সভায় মুখ্য আলোচক হিসেবে ড. মো. কামরুল হাসান “ড. আখতার হামিদ খান: উন্নয়ন দর্শন ও প্রায়োগিক গবেষনা ’’ শীর্ষক একটি প্রবন্ধ তিনি পরিবেশন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ড (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি)এর সম্মানিত মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশাসন) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। সভায় আমন্ত্রিত অতিথি, চলমান কোর্সের প্রশিক্ষণার্থীগণ, বার্ডের অনুষদবর্গসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং  বার্ড মডেল স্কুলের শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন। উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শাহরিয়ার আহমেদ, সহকারী পরিচালক, বার্ড।

কুমিল্লা পদ্ধতির উদ্ভাবক ড. আখতার হামিদ খানের কর্ম-গবেষণার তাত্বিক ও ব্যবহারিক নীতি, কৌশল ও প্রেক্ষাপট আজো গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। যা অনুসন্ধানের চারপাশে জ্ঞান তৈরি অন্যতম বিষয় ও দিকনির্দেশনা প্রদান করে। অ্যাকশন রিসার্চ ব্যক্তিগত বা পেশাগতভাবে কৃষি সাংবাদিকদের বিকাশের উদ্দেশ্যে তাদের কর্মের মাধ্যমে শিখতে সুযোগ সৃষ্টি করবে। দেশের অর্থ-সামাজিক পরিস্থিতির বাস্তবতায় পেশা হিসেবে কৃষি সাংবাদিকদের গড়ে তুলতে বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এর উদ্যোগকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)- সহযোগিতার হাত বাড়াবে তা খুবই প্রত্যাশিত বিষয়। বার্ডের বর্তমান সুযোগ্য নেতৃত্ব অতীত পরিস্থিতির উপর যেন অন্তর্দৃষ্টি দেয়, বর্তমানের পাশাপাশি সামনের পরিস্থিতিকে মোকাবেলার জন্য।

বাংলাদেশে কৃষি সাংবাদিকতার ধারাবাহিকতার এ ধাপে সরকার, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বিশ্ববিদ্যালয়, কৃষি বিভাগ সহ সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও পেশাজীবীরা এগিয়ে আসা প্রয়োজন , প্রয়োজন নিবন্ধের বিশালতার দিক নয় বরং বাস্তবতাকে উপলব্ধি করা।

দেলোয়ার জাহিদ
সিনিয়র রিসার্চ ফ্যাকাল্টি মেম্বার, প্রাবন্ধিক ও রেড ডিয়ার (আলবার্টা, কানাডা) নিবাসী

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ

বৈশ্বিক পানি সংকট : জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও বাংলাদেশের উপকূলজুড়ে সুপেয় পানির অভাব

বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের শিকার একটি ক্ষতিগ্রস্ত দেশ। বাংলাদেশের ১৯ টি উপকূলীয়  জেলার সমগ্র অঞ্চল ও অধিবাসীগণ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত...

বিভক্ত বিশ্বে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি রোধে ঐতিহাসিক’ চুক্তি ও বহুপাক্ষিকতার বিজয়

বিভাজিত বিশ্বে পরিবেশের সুরক্ষা নিশ্চিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা ও পৃথিবীর প্রায় অর্ধেক...

অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার যুগে বাংলাদেশ

যেহেতু অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা একটি নতুন ধারণা, তাই বাস্তবায়নের জন্য এমন একটি কমিটি থাকা উচিত যারা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে পাঠ্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কার্যক্রম রেকর্ড করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে তাও স্পষ্ট করতে হবে। কারণ মূল্যায়নের ন্যায্যতা প্রমাণের জন্য অভিজ্ঞতার রেকর্ড সংরক্ষণের প্রয়োজন হবে।

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে প্রয়োজন দক্ষ জনসম্পদ

জনশক্তি রপ্তানিতে রেকর্ড হলেও বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহের হার কমেছে বিদায়ী বছরে। সদ্য শেষ...

অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার যুগে বাংলাদেশ

যেহেতু অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা একটি নতুন ধারণা, তাই বাস্তবায়নের জন্য এমন একটি কমিটি থাকা উচিত যারা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে পাঠ্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কার্যক্রম রেকর্ড করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে তাও স্পষ্ট করতে হবে। কারণ মূল্যায়নের ন্যায্যতা প্রমাণের জন্য অভিজ্ঞতার রেকর্ড সংরক্ষণের প্রয়োজন হবে।

যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ

ইউরোপে মুসলিম বিদ্বেষিতা নতুন কিছু নয়। মধ্যযুগ থেকে এর সূত্রপাত। মধ্যযুগে খ্রিষ্টানদের কাছে জেরুজালেম শহরটি ছিল তাদের ধর্মীয় প্রেরণার প্রধান কেন্দ্র। তাদের...

হোয়াইট কলার বা ভদ্রবেশী  অপরাধ কী এবং বাংলাদেশে ভদ্রবেশী অপরাধের সংঘটন

হোয়াইট কলার অপরাধ। এর কোনো আইনগত সংজ্ঞা নেই। বাংলা শব্দে এটা ‘ভদ্রবেশী অপরাধ।’ মার্কিন যুক্তরাষ্ট্রে এর উৎপত্তি হলেও ক্রমে তা বিভিন্ন রাষ্ট্রে...
আরও পড়তে পারেন

শিরক কী, মানুষ কীভাবে শিরকে লিপ্ত হয়

ইসলাম একমাত্র ধর্ম যেখানে স্রষ্টা তার কোনো ক্ষমতাতেই কাউকে অংশীদার সাব্যস্ত করেননি। অর্থাৎ আল্লাহই একমাত্র একক ইলাহ যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। সৃষ্টির...

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (Human Resource management) হলো একই সঙ্গে একটি অধ্যয়নের বিষয় ও ব্যবস্থাপনা কৌশল যা একটি প্রতিষ্ঠানের...

টপ্পা গান কী, টপ্পা গানের উৎপত্তি, বাংলায় টপ্পা গান ও এর বিশেষত্ব

টপ্পা গান এক ধরনের লোকিক গান বা লোকগীতি যা ভারত ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুবই প্রিয়। এই টপ্পা গান বলতে...

রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বোঝায় এবং ভারতীয় উপমহাদেশে রাজনীতি বা রাষ্ট্রচিন্তা

রাষ্ট্রবিজ্ঞান (Political Science) সমাজবিজ্ঞানের একটি শাখাবিশেষ যেখানে পরিচালন প্রক্রিয়া, রাষ্ট্র, সরকার এবং রাজনীতি সম্পর্কীয় বিষয়াবলী নিয়ে আলোকপাত করা হয়।  এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র...

গণতন্ত্রের সংজ্ঞা কী বা গণতন্ত্র বলতে কী বোঝায়

গণতন্ত্র বলতে কোনো জাতিরাষ্ট্রের অথবা কোনো সংগঠনের এমন একটি শাসনব্যবস্থাকে বা পরিচালনাব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here