বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

বাংলাদেশে ব্যাংকিং ডিপ্লোমার আধুনিকায়ন জরুরি

একজন ৫ম/৬ষ্ঠ গ্রেডের ব্যাংক কর্মকর্তাকে (এসপিও/পিও) ৯ম গ্রেডের একজন কর্মকর্তা কর্তৃক অপমানিত হতে হয়, যা ব্যাংকারদের জন্য বেশ হতাশার!

যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকিং ব্যবস্থা হয়েছে ডিজিটালাইজড। ম্যানুয়াল ব্যাংকিং বিদায় নিয়েছে, অনলাইন ব্যাংকিং সবার জন্য ব্যাংকিং ব্যবস্থা সহজ করে দিয়েছে। বর্তমান যুগে দেশের সব সরকারি বেসরকারি ব্যাংকে লেগেছে আধুনিকায়নের ছোঁয়া, কিন্তু ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা থেকে গেছে সেই পুরোনো ধারায়! যার যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন অত্যন্ত জরুরি হয়ে পরেছে। বিশেষ করে তাত্ত্বিক পরিক্ষাগুলো কতটা প্রয়োজনীয়, সে বিষয়ে নিয়ে হয়তো ভাবার সময় হয়েছে নীতিনির্ধারকদের। গত কয়েক বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও বেশ পরিবর্তন এসেছে। বর্তমানে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষাগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্নপত্রে। অর্থাৎ সেখানে সরাসরি বই পড়ে উত্তর করার থেকে নিজের দক্ষতা দিয়ে লেখাকে গুরুত্ব দেয়া হচ্ছে। অথচ ব্যাংকাররা সবাই উচ্চ শিক্ষার লেভেল পার করে চাকরিতে এলেও তাদের আবার তাত্ত্বিক বিষয়ে ১২টি সাবজেক্টের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে!

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা নিয়ে বেশ হতাশায় কাজ করে ব্যাংকারদের মধ্যে। বিশেষ করে বেশিরভাগ রাষ্ট্রায়াত্ত ব্যাংকেই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় পাসের ওপরে অনেকাংশেই প্রমোশন নির্ভর করে। আবার ব্যাংকিং ডিপ্লোমার বেশিরভাগ সাবজেক্টই বাণিজ্য বিভাগের হওয়ায় বেশ সমস্যায় পড়তে হয় বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে স্নাতক/স্নাতকোত্তর শেষ করা ব্যাংক কর্মকর্তাদের জন্য। এছাড়া খুব ভালো লেখার পরও বারবার ফেল করানোর মতো অভিযোগও আছে ব্যাংকারদের। বিশেষ করে বাণিজ্য বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স/মাস্টার্স শেষ করা অনেক ব্যাংকারকেই ডিপ্লোমা পরীক্ষায় সংশ্লিষ্ট সাবজেক্টে পাস করতে কয়েকবার পরীক্ষা দিতে হচ্ছে! আর একারনেই হতাশ হতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের। বিশেষ করে ডিপ্লোমা পরীক্ষার দুই পার্টে পাস করা না থাকলে প্রমোশন হচ্ছে না অনেক দক্ষ ব্যাংকারের! অথচ সবাই তাদের উচ্চ শিক্ষা শেষ করে মেধার স্বাক্ষর রেখে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে ব্যাংকের চাকরিতে জয়েন করে!

বিগত বছরগুলোতে ডিপ্লোমা পরীক্ষা দিতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে ব্যাংকের কর্মকর্তাদের। বিশেষ করে ডিপ্লোমা পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়েছেন। ডিপ্লোমা পরীক্ষা দিতে গিয়ে হল পরিদর্শক কর্তৃক পুলিশ প্রশাসনের ভয় দেখানো হয় ব্যাংকারদের! একজন ৫ম/৬ষ্ঠ গ্রেডের ব্যাংক কর্মকর্তাকে (এসপিও/পিও) ৯ম গ্রেডের একজন কর্মকর্তা কর্তৃক অপমানিত হতে হয়, যা ব্যাংকারদের জন্য বেশ হতাশার! এমনকি কাউকে পরীক্ষার হলে সার্চ করার নামে যে হয়রানি করা হয়, তাকে অন্য সব কর্মকর্তাদের সামনে বেশ লজ্জার মধ্যে পড়তে হয়। ব্যাংকারদের কাজের প্রেশারের কথা সবাই অবগত। বিশেষ করে করোনা মহামারির সময়ে যখন সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখনও দেশের অর্থনীতিকে সমুন্নত রাখতে ঢাল হয়ে দাঁড়ায় একেকজন ব্যাংকার। করোনার মধ্যে সেবা দিতে গিয়ে অনেক ব্যাংক কর্মকর্তাই প্রাণ হারিয়েছেন। তারপরও ব্যাংকিং সেবা দেয়া বন্ধ হয়নি। অথচ একটা ডিপ্লোমা পরীক্ষা দিতে গিয়ে যদি ব্যাংকারদের লাঞ্ছিত হতে হয়, তবে তা বেশ হতাশাজনক।

ব্যাংকিং ডিপ্লোমার যৌক্তিকতা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলে আসছে। বিশেষ করে বেশ কিছু সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, যা কি-না ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কিত নয়। এছাড়া এতে দক্ষ ব্যাংকাররা পিছিয়ে পড়ছে। সারাদিন ব্যাংকিং কাজ শেষ করে পরিবারকে সময় দেয়ার মতো সময় থাকে না অনেক ব্যাংকারের। অফিস টাইমের বাইরেও কাজ করতে হয়। অনেক সময় বন্ধের দিনও কাজ করতে হয়। এমন পরিস্থিতিতে তাত্ত্বিক পরীক্ষার প্রস্তুতি নেয়ার মতো সময় যে থাকে না তা নিশ্চিত। এরপর আবার যদি হয়রানি কিংবা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে, তবে তা সত্যিই দুঃখজনক। দীর্ঘদিন থেকেই তাই একটা চাপা ক্ষোভ নিয়ে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিতে হচ্ছে ব্যাংকারদের ৯৫তম ব্যাংকিং ডিপ্লোমার আবেদন শুরু হচ্ছে সামনের সপ্তাহ থেকে, যার পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। তবে হঠাৎ করেই পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে! আইবিবির এমন সিদ্ধান্তও সবাইকে হতাশ করেছে। বিশেষ করে একই সাবজেক্ট বারবার দেয়ার পরও যখন ফেল করানো হচ্ছে, তখন একটি সাবজেক্টের জন্য বারবার সমপরিমাণ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানোটা বাড়তি বোঝা!

ব্যাংক কর্মকর্তাদের চাকরি ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জ নিতে হয়। অফিস টাইমের বাইরে গিয়েও কাজ করতে হয়। অর্থনিতীর যেকোনো চাপ মোকাবিলায় সবসময়ই প্রস্তুত ব্যাংকাররা। করোনাকালীন অর্থনীতির চাকা সচল রাখতেও ব্যাংকারদের ছিল সম্মুখ ভূমিকা। তাই ব্যাংকারদের অধিকার নিয়েও ভাবতে হবে নীতিনির্ধারকদের। ব্যাংকিং ডিপ্লোমার আধুনিকায়ন হতে পারে যুগান্তকারী পরিবর্তন। বিশেষ করে তাত্ত্বিক বিষয়ে লিখিত পরীক্ষা কমিয়ে দক্ষ ব্যাংকারদের মূল্যায়নে প্রাকটিক্যাল কোর্সের আয়োজন করা যেতে পারে। ডিপ্লোমা পরীক্ষায় শুধু ব্যাংকিং রিলেটেড সাবজেক্ট অন্তর্ভুক্তিকরণ কিংবা অসংশ্লিষ্ট বিষয়গুলো বাদ দেওয়া, পরীক্ষার হলে ব্যাংকারদের হয়রানি না করা, কিংবা বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিষয়ের ওপর প্রশিক্ষণ হতে পারে সমাধান।

ব্যাংকিং ডিপ্লোমার আধুনিকায়ন হতে পারে সময়োপযোগী সিদ্ধান্ত— এটি বাংলাদেশের সব ব্যাংকারের বিশ্বাস।

কে এম মাসুম বিল্লাহ
ব্যাংকার ও কলামিস্ট

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ

বৈশ্বিক পানি সংকট : জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও বাংলাদেশের উপকূলজুড়ে সুপেয় পানির অভাব

বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের শিকার একটি ক্ষতিগ্রস্ত দেশ। বাংলাদেশের ১৯ টি উপকূলীয়  জেলার সমগ্র অঞ্চল ও অধিবাসীগণ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত...

বিভক্ত বিশ্বে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি রোধে ঐতিহাসিক’ চুক্তি ও বহুপাক্ষিকতার বিজয়

বিভাজিত বিশ্বে পরিবেশের সুরক্ষা নিশ্চিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা ও পৃথিবীর প্রায় অর্ধেক...

অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার যুগে বাংলাদেশ

যেহেতু অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা একটি নতুন ধারণা, তাই বাস্তবায়নের জন্য এমন একটি কমিটি থাকা উচিত যারা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে পাঠ্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কার্যক্রম রেকর্ড করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে তাও স্পষ্ট করতে হবে। কারণ মূল্যায়নের ন্যায্যতা প্রমাণের জন্য অভিজ্ঞতার রেকর্ড সংরক্ষণের প্রয়োজন হবে।

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে প্রয়োজন দক্ষ জনসম্পদ

জনশক্তি রপ্তানিতে রেকর্ড হলেও বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহের হার কমেছে বিদায়ী বছরে। সদ্য শেষ...

অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার যুগে বাংলাদেশ

যেহেতু অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা একটি নতুন ধারণা, তাই বাস্তবায়নের জন্য এমন একটি কমিটি থাকা উচিত যারা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে পাঠ্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কার্যক্রম রেকর্ড করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে তাও স্পষ্ট করতে হবে। কারণ মূল্যায়নের ন্যায্যতা প্রমাণের জন্য অভিজ্ঞতার রেকর্ড সংরক্ষণের প্রয়োজন হবে।

যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ

ইউরোপে মুসলিম বিদ্বেষিতা নতুন কিছু নয়। মধ্যযুগ থেকে এর সূত্রপাত। মধ্যযুগে খ্রিষ্টানদের কাছে জেরুজালেম শহরটি ছিল তাদের ধর্মীয় প্রেরণার প্রধান কেন্দ্র। তাদের...

হোয়াইট কলার বা ভদ্রবেশী  অপরাধ কী এবং বাংলাদেশে ভদ্রবেশী অপরাধের সংঘটন

হোয়াইট কলার অপরাধ। এর কোনো আইনগত সংজ্ঞা নেই। বাংলা শব্দে এটা ‘ভদ্রবেশী অপরাধ।’ মার্কিন যুক্তরাষ্ট্রে এর উৎপত্তি হলেও ক্রমে তা বিভিন্ন রাষ্ট্রে...
আরও পড়তে পারেন

শিরক কী, মানুষ কীভাবে শিরকে লিপ্ত হয়

ইসলাম একমাত্র ধর্ম যেখানে স্রষ্টা তার কোনো ক্ষমতাতেই কাউকে অংশীদার সাব্যস্ত করেননি। অর্থাৎ আল্লাহই একমাত্র একক ইলাহ যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। সৃষ্টির...

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (Human Resource management) হলো একই সঙ্গে একটি অধ্যয়নের বিষয় ও ব্যবস্থাপনা কৌশল যা একটি প্রতিষ্ঠানের...

টপ্পা গান কী, টপ্পা গানের উৎপত্তি, বাংলায় টপ্পা গান ও এর বিশেষত্ব

টপ্পা গান এক ধরনের লোকিক গান বা লোকগীতি যা ভারত ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুবই প্রিয়। এই টপ্পা গান বলতে...

রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বোঝায় এবং ভারতীয় উপমহাদেশে রাজনীতি বা রাষ্ট্রচিন্তা

রাষ্ট্রবিজ্ঞান (Political Science) সমাজবিজ্ঞানের একটি শাখাবিশেষ যেখানে পরিচালন প্রক্রিয়া, রাষ্ট্র, সরকার এবং রাজনীতি সম্পর্কীয় বিষয়াবলী নিয়ে আলোকপাত করা হয়।  এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র...

গণতন্ত্রের সংজ্ঞা কী বা গণতন্ত্র বলতে কী বোঝায়

গণতন্ত্র বলতে কোনো জাতিরাষ্ট্রের অথবা কোনো সংগঠনের এমন একটি শাসনব্যবস্থাকে বা পরিচালনাব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here