শুক্রবার, জুন ৯, ২০২৩

ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করার করণীয় সম্পর্কে আনুশকা শর্মার পরামর্শ

ত্বকের যত্নে ডিটক্সিফাইংয়ের ওপর গুরুত্ব দেন আনুশকা শর্মা। প্রতিদিন পর্যাপ্ত পানি খেতে হবে, সেই সঙ্গে বাইরের খাবার, প্রসেসড খাবার এড়িয়ে চলতে হবে।

উজ্জ্বল ও ঝলমলে ত্বক কে না চায়! সুন্দর ও আকর্ষণীয় ত্বকের জন্য অনেক যুবতী ও পূর্ণবয়স্ক নারী বাড়িতে আবার অনেকে পার্লারে গিয়ে ত্বকের পরিচর্যা করে করে থাকেন। আজকালের তরুণীরা নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য যেখানে যে পরামর্শ পান তাই গ্রহণ করে থাকেন। সৌন্দর্যের পেছনে টাকাকড়িও খরচ করতেও পিছ পা হন না তারা।

তবে বাড়িতে বসেই যদি ত্বকের প্রত্যাশিত ঔজ্জ্বল্য পান তাহলে কেন অযথা পার্লারে গিয়ে অর্থ নষ্ট করবেন? সম্প্রতি বলিউডের খ্যাতনামা অভিনেত্রী আনুশকা শর্মা তার ম্যাজিক ফেসপ্যাক শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। মা হওয়ার পরেও সৌন্দর্যে সামান্যতম ভাটা পড়েনি আনুশকার। নিজের রূপ-যৌবনকে ধরে রেখেছেন আগের মতোই। আর তার এই লাবণ্যময়ী চেহারার পেছনে রয়েছে জাদুকরী এক ফেসপ্যাক। সুন্দর ত্বকের জন্য প্রতিদিনই এই ফেসপ্যাক ব্যবহার করেন আনুশকা।

আপনার পছন্দের তারকা আনুশকা শর্মার জাদুকরী ফেসপ্যাক নিচে উল্লেখ করা হলো। আশা করি আপনি এ ফেসপ্যাকটি অনুসরণ করলে উপকৃত হবেন।

আনুশকা শর্মা

ত্বকের যত্ন নিয়ে ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য আনুশকা শর্মার ফেসপ্যাক—

  • কয়েকটি নিমপাতা বেটে নিন অথবা দুই টেবিল চামচের মতো নিমের গুঁড়া নিন।
  • এরপর অল্প টক দই নিতে হবে। একবার ব্যবহারের জন্য এক চা চামচ যথেষ্ট।
  • এর সঙ্গে এক চামচ গোলাপ পানি ব্যবহার করতে হবে।
  • সর্বশেষ উপাদান হলো দুধ।

ওপরের সব উপাদান একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে মুখে ব্যবহার করুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।

এ ছাড়া ত্বকের যত্নে ডিটক্সিফাইংয়ের ওপর গুরুত্ব দেন আনুশকা। প্রতিদিন পর্যাপ্ত পানি খেতে হবে, সেই সঙ্গে বাইরের খাবার, প্রসেসড খাবার এড়িয়ে চলতে হবে।

আনুশকা শর্মা
জারিন তাসনিম
জারিন তাসনিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্বাধীন লেখক।

For all latest articles, follow on Google News

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ
আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here