শুক্রবার, জুন ৯, ২০২৩

লিপস্টিক ব্যবহারে ঠোঁট কালো হওয়া রোধ করার উপায়

লিপস্টিকের গাঢ় শেড ব্যবহার করলে যাতে ঠোঁট কালো না হয় সেজন্যেই ঠোঁটের বিষয়ে যত্নশীল হতে হবে।

বাইরে বের হওয়ার ক্ষেত্রে খুবই বেশি সচেতন তরুণীরা। বেশিরভাগ তরুণ যখন কেবল কোনোমতে পোশাক পরিবর্তন করেই বের হয়ে পড়তে চায়, তখন প্রায় প্রতিটি তরুণীই পোশাকের পাশাপাশি নিজেকে আরও কীভাবে পরিপাটি বা আকর্ষণীয় করা যায় সে নিয়ে ভাবেন। নিজেকে পরিপাটি না করা পর্যন্ত সচরাচর তরুণীরা বাইরে বের হন না। নিজেকে সুন্দর করে সাজানোর আকাঙ্ক্ষা কি সহজে ভোলা যায়? আর যাই হোক নিজেকে আকর্ষণীয় না করে তো বের হওয়া যায় না। আর ঠোঁটে লিপস্টিক পরা যে-কোনো তরুণীর ক্ষেত্রেই সাধারণ একটি বিষয়।

লিপস্টিক মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির সহায়ক।

লিপস্টিক পড়লে যে-কোনো বয়সের মেয়ে বা নারীকে আত্মবিশ্বাসী মনে হয়। লিপস্টিকে নিজেকে আকর্ষণীয় করার ক্ষেত্রে বা  নিজেকে সাজানোর জন্য অনেক মেয়ে গাঢ় শেড বেশি পছন্দ করেন। কিন্তু সেই পছন্দের আড়ালেও থাকে শঙ্কা। গাঢ় শেড মেয়েদের ঠোঁটিকে আকর্ষণীয় করে সত্য, তবে নিয়মিত গাঢ় শেড ব্যবহারে আবার ঠোঁট কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এভাবে লিপস্টিকের গাঢ় শেড ব্যবহার করলে যাতে ঠোঁট কালো না হয় সেজন্যেই ঠোঁটের বিষয়ে যত্নশীল হতে হবে।

লিপস্টিক ব্যবহারে তরুণীদের আরও আকর্ষণীয় মনে হয়

গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট কালো হওয়া ঠেকানোর উপায়—

  • লিপস্টিক লাগানোর আগে লিপ-বাম ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে এমন লিপ-বাম ব্যবহার করা উচিত যার সান প্রোটেকশন ফ্যাক্টর রয়েছে এবং সর্বোচ্চ কার্যকর। ত্বকে কালচেভাব ফেলতে সূর্যরশ্মি অনেকটাই দায়ী, এর জন্যই সান প্রোটেকশন ফ্যাক্টর রয়েছে এমন লিপ-বাম ব্যবহার খুবই জরুরি।
  • বাইরে থেকে ফিরে নিয়মিত ঠোঁট থেকে লিপস্টিক মুছে ফেলুন বা ধুঁয়ে ফেলতে হবে।
  • বাইরে থাকা অবস্থায় চেষ্টা করতে হবে যেন ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে।
  • সাধারণ ত্বকের পাশাপাশি ঠোঁটেও এক্সফোলিয়েশন জরুরি। দুধের সর, মধু, এবং লেবুর মিশ্রণ তৈরি করে ঠোটে লাগাতে হবে। সেই মিশ্রণ শুকোলে চিনি দিয়ে ঠোটে স্ক্রাব করুন। এতে ঠোটের মৃত কোষ দ্রুত সরে যাবে। এ এক্সফোলিয়েশন দৈনিক করার প্রয়োজন নেই, তবে, কয়েক দিন পরপর করতে হবে
  • টুথপেস্টের উপাদানের ফলেও অ্যালার্জির প্রবলেম থাকলে ঠোঁট কালচে হতে পারে  সেজন্যে টুথপেস্ট বদলে নিন।
  • ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল ব্যবহার করুন। নারকেল তেল ঠোঁটের স্বাভাবিক রঙ বজায় রাখতে সাহায্য করে।
  • বিভিন্ন লিপ মাস্ক ব্যবহার করুন ও ঠোঁটের স্বাভাবিক রঙ ধরে রাখার চেষ্টা করুন।

উপর্যুক্ত পরামর্শগুলো মেনে চলতে পারলে লিপিস্টিকের গাঢ় শেড ব্যাবহারের ফলে ঠোঁট কালো হওয়া ঠেকানো যাবে বলে আশা করা যায়।

জারিন তাসনিম
জারিন তাসনিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্বাধীন লেখক।

For all latest articles, follow on Google News

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ
আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here