বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণ যোগ্যতা, ঋণের হার, কিস্তির ধরন ইত্যাদি সংক্রান্ত তথ্য

মনোনীত শাখাসমুহের বাইরে অন্য কোনো শাখা হতে ঋণ প্রস্তাব পাঠাতে হলে জনতা ব্যাংকের সিইও এবং এমডির পুর্বানুমতি গ্রহন করতে হবে।

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণ ও পরিশোধ সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে উল্লেখ করা হলো। সমস্ত তথ্য জনতা ব্যাংক লিমিটেডের অফিসিয়াল সোর্স থেকে নেওয়া হয়েছে।

ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণের জন্য।একজন গ্রাহকের যে সকল যোগ্যতা থাকতে হবে তা নিচে উল্লেখ করা হলো— 

  1. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  2. ইকুইটি বিনিয়োগ করার আর্থিক সামর্থ্য থাকতে হবে।
  3. বহুতল ভবন নির্মাণের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
  4. রিহ্যাব এর সদস্য হতে হবে।
  5. ঋণ পরিশোধের জন্য অনুকুল ক্যাশ ফ্লো থাকতে হবে।
  6. সংশ্লিষ্ট শাখায় চলতি জমা হিসাব থাকতে হবে।
  7. টিআইএন সার্টিফিকেট থাকতে হবে।

ঋণসীমা (Limit)

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণ করা যাবে মোট প্রাক্বলিত নির্মান ব্যয়ের সর্বোচ্চ ৬০ ভাগ।

সুদের হার ও কিস্তির ধরন (Rate of Interest and Installment Type)

১২% চক্রবৃদ্ধি হারে জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ দেওয়া হয়।

উল্লেখ্য— সুদের হার পরিবর্তনশীল এবং সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে ধার্য্য করা হয়। সর্বশেষ সুদের হার জানার জন্য জনতা ব্যাংকের যে-কোনো শাখায় যোগাযোগ করুন।

কিস্তি দেওয়া যাবে মাসিক ভিত্তিতে।

লোনের মেয়াদ (Period of loan)

  1. শাখাভবন ও ভাড়ার উদ্দেশ্যে নির্মিত বানিজ্যিক ভবনের ক্ষেত্রে নির্মানকাল ১৮ মাস সহ সর্বোচ্চ ১৫ বছর।
  2. অ্যাপার্টমেন্ট/শপিংমল/অফিস স্পেস বিক্রয়ের উদ্দেশ্যে নির্মিত বানিজ্যিক ভবনের ক্ষেত্রে সর্বোচ্চ নির্মাণকাল ২৪ মাস সহ ৩ বছরের মধ্যে পরিশোধযোগ্য ।

জামানাত (Security)

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণের ক্ষেত্তে সংশ্লিষ্ট জমি ও নির্মিতব্য/নির্মাণাধীন ভবন রেজিষ্টার্ড মর্টগেজ হিসাবে ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকবে।

অনুমোদিত শাখাসমূহ (Designated Branches)

যেসব শাখা থেকে জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণ করা যাবে তা নিচে উল্লেখ করা হলো—

  1. ঢাকা মহানগরীর প্রিন্সিপার শাখা ও সেন্ট্রাল শাখাসহ মহানগরীর সকল কর্পোরেট -১ ও ২ শাখা।
  2. বঙ্গবন্ধু (বিবি) রোড কর্পোরেট শাখা, নারায়নগঞ্জ
  3. লালদিঘী ইষ্ট ও শেখ মুজিব রোড কর্পোরেট শাখা, চট্রগ্রাম।
  4. রাজমাহী, খুলনা, সিলেট, বরিশাল ও অনান্য জেলা শহরের কর্পোরেট/প্রধান শাখা।
  5. শাখা ভবন নির্মানের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখা।

উপরে উল্লেখ করা মনোনীত শাখাসমুহের বাইরে অন্য কোনো শাখা হতে প্রস্তাব পাঠাতে হলে জনতা ব্যাংকের সিইও এবং এমডির পুর্বানুমতি গ্রহন করতে হবে।

বি.দ্র.: জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ সংক্রান্ত এই তথ্য এই ব্যাংকের অফিসিয়াল সোর্স থেকে নেওয়া হলেও এর আপডেটসহ তথ্য জানার জন্য ব্যাংকের যে-কোনো শাখায় যোগাযোগ করুন।

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ

বাংলাদেশের প্রথম ডিজিটাল লোন অ্যাপ ব্র্যাক ব্যাংকের ‘সুবিধা’

বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ‘সুবিধা’ নামে দেশের প্রথম এন্ড-টু-এন্ড ডিজিটাল লোন অ্যাপ চালু করেছে। 'সুবিধা' নামের ব্র‍্যাক ব্যাংকের এই লোন...

ডিজিটাল লোন: ডিজিটাল লোন অ্যাপ কী এবং এর সুবিধা ও অসুবিধা

কার অর্থের প্রয়োজন নেই? মাঝেমধ্যেই আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে প্রায়শই বিভিন্ন খাতে খরচ করতে হয়। সব সময় যে...

জনতা ব্যাংক: জনতাকেয়ার-স্বাস্থ্যসেবা ঋণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য

জনতা ব্যাংকের জনতাকেয়ার-স্বাস্থ্যসেবা ঋণ সংক্রান্ত তথ্য ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)ঋণের গ্রাহককে বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, ব্যাংক, আর্থিক...

Banking: বাংলাদেশে কি টাকার তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি?

ব্যাংকিং খাতকে অর্থনীতির চালিকাশক্তি বলা হয়। ব্যাংকের অন্যতম কাজ হলো দেশের অর্থনীতি ও ব্যবসার চাকা সচল রাখতে ঋণ দেয়া এবং সময়মতো সে...

অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার যুগে বাংলাদেশ

যেহেতু অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা একটি নতুন ধারণা, তাই বাস্তবায়নের জন্য এমন একটি কমিটি থাকা উচিত যারা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে পাঠ্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কার্যক্রম রেকর্ড করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে তাও স্পষ্ট করতে হবে। কারণ মূল্যায়নের ন্যায্যতা প্রমাণের জন্য অভিজ্ঞতার রেকর্ড সংরক্ষণের প্রয়োজন হবে।

যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ

ইউরোপে মুসলিম বিদ্বেষিতা নতুন কিছু নয়। মধ্যযুগ থেকে এর সূত্রপাত। মধ্যযুগে খ্রিষ্টানদের কাছে জেরুজালেম শহরটি ছিল তাদের ধর্মীয় প্রেরণার প্রধান কেন্দ্র। তাদের...

হোয়াইট কলার বা ভদ্রবেশী  অপরাধ কী এবং বাংলাদেশে ভদ্রবেশী অপরাধের সংঘটন

হোয়াইট কলার অপরাধ। এর কোনো আইনগত সংজ্ঞা নেই। বাংলা শব্দে এটা ‘ভদ্রবেশী অপরাধ।’ মার্কিন যুক্তরাষ্ট্রে এর উৎপত্তি হলেও ক্রমে তা বিভিন্ন রাষ্ট্রে...
আরও পড়তে পারেন

শিরক কী, মানুষ কীভাবে শিরকে লিপ্ত হয়

ইসলাম একমাত্র ধর্ম যেখানে স্রষ্টা তার কোনো ক্ষমতাতেই কাউকে অংশীদার সাব্যস্ত করেননি। অর্থাৎ আল্লাহই একমাত্র একক ইলাহ যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। সৃষ্টির...

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (Human Resource management) হলো একই সঙ্গে একটি অধ্যয়নের বিষয় ও ব্যবস্থাপনা কৌশল যা একটি প্রতিষ্ঠানের...

টপ্পা গান কী, টপ্পা গানের উৎপত্তি, বাংলায় টপ্পা গান ও এর বিশেষত্ব

টপ্পা গান এক ধরনের লোকিক গান বা লোকগীতি যা ভারত ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুবই প্রিয়। এই টপ্পা গান বলতে...

রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বোঝায় এবং ভারতীয় উপমহাদেশে রাজনীতি বা রাষ্ট্রচিন্তা

রাষ্ট্রবিজ্ঞান (Political Science) সমাজবিজ্ঞানের একটি শাখাবিশেষ যেখানে পরিচালন প্রক্রিয়া, রাষ্ট্র, সরকার এবং রাজনীতি সম্পর্কীয় বিষয়াবলী নিয়ে আলোকপাত করা হয়।  এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র...

গণতন্ত্রের সংজ্ঞা কী বা গণতন্ত্র বলতে কী বোঝায়

গণতন্ত্র বলতে কোনো জাতিরাষ্ট্রের অথবা কোনো সংগঠনের এমন একটি শাসনব্যবস্থাকে বা পরিচালনাব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here