বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণ যোগ্যতা, ঋণের হার, কিস্তির ধরন ইত্যাদি সংক্রান্ত তথ্য

মনোনীত শাখাসমুহের বাইরে অন্য কোনো শাখা হতে ঋণ প্রস্তাব পাঠাতে হলে জনতা ব্যাংকের সিইও এবং এমডির পুর্বানুমতি গ্রহন করতে হবে।

For all latest articles, follow on Google News

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণ ও পরিশোধ সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে উল্লেখ করা হলো। সমস্ত তথ্য জনতা ব্যাংক লিমিটেডের অফিসিয়াল সোর্স থেকে নেওয়া হয়েছে।

ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণের জন্য।একজন গ্রাহকের যে সকল যোগ্যতা থাকতে হবে তা নিচে উল্লেখ করা হলো— 

  1. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  2. ইকুইটি বিনিয়োগ করার আর্থিক সামর্থ্য থাকতে হবে।
  3. বহুতল ভবন নির্মাণের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
  4. রিহ্যাব এর সদস্য হতে হবে।
  5. ঋণ পরিশোধের জন্য অনুকুল ক্যাশ ফ্লো থাকতে হবে।
  6. সংশ্লিষ্ট শাখায় চলতি জমা হিসাব থাকতে হবে।
  7. টিআইএন সার্টিফিকেট থাকতে হবে।

ঋণসীমা (Limit)

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণ করা যাবে মোট প্রাক্বলিত নির্মান ব্যয়ের সর্বোচ্চ ৬০ ভাগ।

সুদের হার ও কিস্তির ধরন (Rate of Interest and Installment Type)

১২% চক্রবৃদ্ধি হারে জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ দেওয়া হয়।

উল্লেখ্য— সুদের হার পরিবর্তনশীল এবং সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে ধার্য্য করা হয়। সর্বশেষ সুদের হার জানার জন্য জনতা ব্যাংকের যে-কোনো শাখায় যোগাযোগ করুন।

কিস্তি দেওয়া যাবে মাসিক ভিত্তিতে।

লোনের মেয়াদ (Period of loan)

  1. শাখাভবন ও ভাড়ার উদ্দেশ্যে নির্মিত বানিজ্যিক ভবনের ক্ষেত্রে নির্মানকাল ১৮ মাস সহ সর্বোচ্চ ১৫ বছর।
  2. অ্যাপার্টমেন্ট/শপিংমল/অফিস স্পেস বিক্রয়ের উদ্দেশ্যে নির্মিত বানিজ্যিক ভবনের ক্ষেত্রে সর্বোচ্চ নির্মাণকাল ২৪ মাস সহ ৩ বছরের মধ্যে পরিশোধযোগ্য ।

জামানাত (Security)

জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণের ক্ষেত্তে সংশ্লিষ্ট জমি ও নির্মিতব্য/নির্মাণাধীন ভবন রেজিষ্টার্ড মর্টগেজ হিসাবে ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকবে।

অনুমোদিত শাখাসমূহ (Designated Branches)

যেসব শাখা থেকে জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ গ্রহণ করা যাবে তা নিচে উল্লেখ করা হলো—

  1. ঢাকা মহানগরীর প্রিন্সিপার শাখা ও সেন্ট্রাল শাখাসহ মহানগরীর সকল কর্পোরেট -১ ও ২ শাখা।
  2. বঙ্গবন্ধু (বিবি) রোড কর্পোরেট শাখা, নারায়নগঞ্জ
  3. লালদিঘী ইষ্ট ও শেখ মুজিব রোড কর্পোরেট শাখা, চট্রগ্রাম।
  4. রাজমাহী, খুলনা, সিলেট, বরিশাল ও অনান্য জেলা শহরের কর্পোরেট/প্রধান শাখা।
  5. শাখা ভবন নির্মানের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখা।

উপরে উল্লেখ করা মনোনীত শাখাসমুহের বাইরে অন্য কোনো শাখা হতে প্রস্তাব পাঠাতে হলে জনতা ব্যাংকের সিইও এবং এমডির পুর্বানুমতি গ্রহন করতে হবে।

বি.দ্র.: জনতা ব্যাংক লিমিটেড কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ সংক্রান্ত এই তথ্য এই ব্যাংকের অফিসিয়াল সোর্স থেকে নেওয়া হলেও এর আপডেটসহ তথ্য জানার জন্য ব্যাংকের যে-কোনো শাখায় যোগাযোগ করুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

এ বিষয়ের আরও নিবন্ধ