সোমবার, জুন ৫, ২০২৩

প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘প্রবাসী সঞ্চয়ী হিসাব’ সংক্রান্ত যাবতীয় তথ্য

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ব্যাংকের 'প্রবাসী সঞ্চয়ী হিসাব' শুধু প্রবাসীগামী, প্রবাসী অবস্থানরত এবং প্রবাস প্রত্যাগত বাংলাদেশী নাগরিকগণ এই সুবিধা গ্রহণ করতে পরবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংকের সঞ্চয় হিসাব প্রকল্পের আওতায় একটি অ্যাকাউন্ট খুলে আপনিও অর্থ সঞ্চয় করতে পারেন, যা ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে। বাংলাদেশে প্রচলিত সেভিংস অ্যাকাউন্টগুলো থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এই সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব অনেকটা আলাদা ও বিশেষ ধরনের।

সঞ্চয় হিসাব খোলার নিয়মাবলি

প্রবাসীদের প্রেরিত অর্থ সঞ্চয়ের মাধ্যমে জমা করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক সঞ্চয় হিসাব খোলার প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে প্রবাসী এবং প্রবাস প্রত্যাগত কর্মীরা সহজেই সঞ্চয় হিসাব খুলতে পারবেন। প্রবাসীরা ওয়েবসাইট হতে সঞ্চয় হিসাবের ফর্ম ও স্বাক্ষর কার্ড ডাউনলোড করে তা পূরণ পূর্বক সংস্লিষ্ট দেশের দুতাবাস/লেবার কাউন্সিলর কার্যালয় হতে সত্যায়ন করে ব্যাংকে পাঠালে সঞ্চয় হিসাব খোলা হবে।

প্রবাসী সঞ্চয়ী হিসাব

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘প্রবাসী সঞ্চয়ী হিসাব’ শুধু প্রবাসীগামী, প্রবাসী অবস্থানরত এবং প্রবাস প্রত্যাগত বাংলাদেশী নাগরিকগণ এই সুবিধা গ্রহণ করতে পরবেন।

প্রবাসী সঞ্চয়ী হিসাবের সুবিধা

  • প্রবাসী সঞ্চয়ী হিসাবের মাধ্যমে প্রবাসে অবস্থানরত প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন।
  • প্রবাসীরা এই প্রবাসী সঞ্চয়ী হিসাবের মাধ্যমে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন।
  • প্রবাসী সঞ্চয়ী হিসাবের জন্য গ্রাহককে কোনো চার্জ বা ফি প্রদান করতে হবে না।
  • প্রবাসী সঞ্চয়ী হিসাবের বিপরীতে গ্রাহককে বীমা সুবিধা প্রদান করা হবে।

প্রবাসী সঞ্চয়ী হিসাব খোলার যোগ্যতা

  •  ১৮ থেকে ৬০ বছরের যে কোন প্রবাসী বাংলাদেশি নাগরিক প্রবাসী সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  •  প্রবাসী বাংলাদেশিদের অবশ্যই রেসিডেন্স পারমিট বা ওয়ার্ক পারমিট থাকতে হবে।

প্রবাসী সঞ্চয়ী হিসাবের জামানত

  • সঞ্চয় হিসাব খুলতে সর্বনিম নং ১০০০ (এক হাজার টাকা) টাকা জামানত রাখা আবশ্যক।

প্রবাসী সঞ্চয়ী হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস

  • আবেদনকারীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • নমীনির ১ (এক) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • শনাক্তকরনের জন্য আবেদনকারীর বৈধ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি ৬ (ছয়) পৃষ্ঠা অথবা বিদেশী পাসপোর্টের ক্ষেত্রে নির্দিষ্ট পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি।
  • এন্ট্রি ভিসা সত্যায়িত, ইংরেজি ব্যতীত অন্য ভাষার ক্ষেত্রে অনুবাদ প্রয়োজনীয়।
  • সচল মোবাইল নম্বর
  • ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি।
  • বিদেশী ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে তার নং ও ব্যাংকের নামসহ তথ্যাদি।
  • আবেদনকারীকে উপরোক্ত তথ্যাদিসহ আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।
মনির হোসেন
মনির হোসেন
কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

For all latest articles, follow on Google News

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ
আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here