০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
                       

জনতা ব্যাংক এফডিআর হিসাবের মেয়াদ, সুদের হার এবং প্রয়োজনীয় কাগজপত্র

  • প্রকাশ: ০৫:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২
  • / ৫৪৪৬ বার পড়া হয়েছে

জনতা ব্যাংক লিমিটেডের লোগো

রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড (Janata Bank Limited) বর্তমানে তিন ধরনের ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (Fixed Deposit Receipt) বা এফডিআর (FDR) অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে। এগুলো হলো—

  • ৩ মাস এবং তদূর্দ্ধ কিন্তু ৬ মাসের কম
  • ৬ মাস এবং তদূর্ধ্ব কিন্তু ১ বছরের কম
  • ১ বছর এবং তদূর্দ্ধ কিন্তু ২ বছরের উর্দ্ধে নয়

জনতা ব্যাংকের প্রতিটি এফডিআর হিসাবে সুদের হার একই রকম।

এখানে জনতা ব্যাংকের এফডিআর হিসাব (FDR Account) সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হলো।

৩ মাস এবং তদূর্দ্ধ কিন্তু ৬ মাসের কম

হিসাবের মেয়াদকাল:

  • ৩ মাস থেকে ৬ মাস   

সুদের হার:

  • ৬.০০% (সুদের হার পরিবর্তনশীল। সুদের হার সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন)

মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধে করণীয়:    ব্যাবস্থাপক বরাবর আবেদন করতে হবে।

৬ মাস এবং তদূর্ধ্ব কিন্তু ১ বছরের কম

হিসাবের মেয়াদকাল:

  • ৬ মাস থেকে বেশি কিন্তু এক বছরের কম

সুদের হার:

  • ৬.০০% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)

মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধে করণীয়:

  • ব্যাবস্থাপক বরাবর আবেদন করতে হবে
  • ৩ মাসের কম হলে SB রেট
  • মাসের বেশি হলে ৩ মাসের FDR রেট

১ বছর এবং তদূর্দ্ধ কিন্তু ২ বছরের উর্দ্ধে নয়

মেয়াদকাল:

  • ১ বছর থেকে ২ বছর

সুদের হার:

  • ৬.০০% (সুদের হার পরিবর্তনশীল। সুদের হার সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন)

মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধে করণীয়:

  • ব্যাবস্থাপক বরাবর আবেদন করতে হবে
  • ৩ মাসের কম হলে SB রেট
  • ৩ মাসের বেশি ৬ মাসের কম হলে ৩ মাসের FDR রেট
  • ৬ মাসের বেশি কিন্তু ১ বছরের কম হলে ৬ মাসের FDR রেট

জনতা ব্যাংকে এফডিআর হিসাব খোলার নিয়মাবলি

জনতা ব্যাংকের যে-কোনো শাখায় এফডিআর হিসাব খোলা যাবে। এফডিআর হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিচে উল্লেখ করা হলো—

  • ২ (দুই) কপি পাসপোর্টসাইজ ছবি
  • নমিনীর ১ (এক) কপি সপোর্টসাইজ ছবি
  • National ID/Passport-এর ফটোকপি
  • অপ্রাপ্ত বয়স্ক বা ১৮ বছরের নিচে জলে জন্মসনদ
  • ইউনিয়ন/উপজেলা পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন (মেয়র) কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদ
  • জমাকৃত টাকার বিপরীতে FDR রিসিট ইস্যু করতে হবে যাতে মেয়াদ, সুদের হার স্পষ্টাক্ষরে লিখতে হবে
  • TIN সার্টিফিকেট এর ফটোকপি
  • হিসাব খোলার এবং হিসাব পরিচালনার বোর্ড রেজ্যুলেশন (লিমিটেড কোম্পানির জন্য)
  • MOA এবং AOA (লিমিটেড কোম্পানির জন্য)
  • ইনকরপোরেশন সার্টিফিকেট (লিমিটেড কোম্পানির জন্য)
  • ব্যাংকের একজন গ্রাহক কর্তৃক পরিচয় প্রদত্ত হতে হবে
  • অন্যান্য কাগজপত্র (প্রয়োজনে)

চেষ্টা করা হয়েছে জনতা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট সম্পর্কে নির্ভুল তথ্য প্রদান করার, তবে সময়ের সাথে সাথে ব্যাংকে উল্লেখিত প্রোগ্রামে পরিবর্তন আসতে পারে; তাই ভালো ভাবে জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো।

শেয়ার করুন

3 thoughts on “জনতা ব্যাংক এফডিআর হিসাবের মেয়াদ, সুদের হার এবং প্রয়োজনীয় কাগজপত্র

  1. আপনি ভুল ভাল তথ্য কেনো দিচ্ছেন জনতা ব্যাংক নভেম্বর মাসের পর থেকে FDR রেইট ৬.৭০ রেইট

    1. সুদের হার পরিবর্তনশীল। আর এই তথ্যটি ব্যাংকের ওয়েবসাইট থেক নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষিত রাখুন

লেখকতথ্য

কন্ট্রিবিউটর, বিশ্লেষণ
তাহসান খান এবং মুনজেরিন শহীদের দুটি প্রফেশনাল কমিউনিকেশন কোর্স করুন ২৮% ছাড়ে
তাহসান খান এবং মুনজেরিন শহীদের দুটি প্রফেশনাল কমিউনিকেশন কোর্স করুন ২৮% ছাড়ে

২৮℅ ছাড় পেতে ৩০/০৬/২০২৪ তারিখের মধ্যে প্রোমো কোড “professional10” ব্যবহার করুন। বিস্তারিত জানতে ও ভর্তি হতে ক্লিক করুন এখানে

জনতা ব্যাংক এফডিআর হিসাবের মেয়াদ, সুদের হার এবং প্রয়োজনীয় কাগজপত্র

প্রকাশ: ০৫:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২

রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড (Janata Bank Limited) বর্তমানে তিন ধরনের ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (Fixed Deposit Receipt) বা এফডিআর (FDR) অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে। এগুলো হলো—

  • ৩ মাস এবং তদূর্দ্ধ কিন্তু ৬ মাসের কম
  • ৬ মাস এবং তদূর্ধ্ব কিন্তু ১ বছরের কম
  • ১ বছর এবং তদূর্দ্ধ কিন্তু ২ বছরের উর্দ্ধে নয়

জনতা ব্যাংকের প্রতিটি এফডিআর হিসাবে সুদের হার একই রকম।

এখানে জনতা ব্যাংকের এফডিআর হিসাব (FDR Account) সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হলো।

৩ মাস এবং তদূর্দ্ধ কিন্তু ৬ মাসের কম

হিসাবের মেয়াদকাল:

  • ৩ মাস থেকে ৬ মাস   

সুদের হার:

  • ৬.০০% (সুদের হার পরিবর্তনশীল। সুদের হার সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন)

মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধে করণীয়:    ব্যাবস্থাপক বরাবর আবেদন করতে হবে।

৬ মাস এবং তদূর্ধ্ব কিন্তু ১ বছরের কম

হিসাবের মেয়াদকাল:

  • ৬ মাস থেকে বেশি কিন্তু এক বছরের কম

সুদের হার:

  • ৬.০০% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)

মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধে করণীয়:

  • ব্যাবস্থাপক বরাবর আবেদন করতে হবে
  • ৩ মাসের কম হলে SB রেট
  • মাসের বেশি হলে ৩ মাসের FDR রেট

১ বছর এবং তদূর্দ্ধ কিন্তু ২ বছরের উর্দ্ধে নয়

মেয়াদকাল:

  • ১ বছর থেকে ২ বছর

সুদের হার:

  • ৬.০০% (সুদের হার পরিবর্তনশীল। সুদের হার সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন)

মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধে করণীয়:

  • ব্যাবস্থাপক বরাবর আবেদন করতে হবে
  • ৩ মাসের কম হলে SB রেট
  • ৩ মাসের বেশি ৬ মাসের কম হলে ৩ মাসের FDR রেট
  • ৬ মাসের বেশি কিন্তু ১ বছরের কম হলে ৬ মাসের FDR রেট

জনতা ব্যাংকে এফডিআর হিসাব খোলার নিয়মাবলি

জনতা ব্যাংকের যে-কোনো শাখায় এফডিআর হিসাব খোলা যাবে। এফডিআর হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিচে উল্লেখ করা হলো—

  • ২ (দুই) কপি পাসপোর্টসাইজ ছবি
  • নমিনীর ১ (এক) কপি সপোর্টসাইজ ছবি
  • National ID/Passport-এর ফটোকপি
  • অপ্রাপ্ত বয়স্ক বা ১৮ বছরের নিচে জলে জন্মসনদ
  • ইউনিয়ন/উপজেলা পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন (মেয়র) কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদ
  • জমাকৃত টাকার বিপরীতে FDR রিসিট ইস্যু করতে হবে যাতে মেয়াদ, সুদের হার স্পষ্টাক্ষরে লিখতে হবে
  • TIN সার্টিফিকেট এর ফটোকপি
  • হিসাব খোলার এবং হিসাব পরিচালনার বোর্ড রেজ্যুলেশন (লিমিটেড কোম্পানির জন্য)
  • MOA এবং AOA (লিমিটেড কোম্পানির জন্য)
  • ইনকরপোরেশন সার্টিফিকেট (লিমিটেড কোম্পানির জন্য)
  • ব্যাংকের একজন গ্রাহক কর্তৃক পরিচয় প্রদত্ত হতে হবে
  • অন্যান্য কাগজপত্র (প্রয়োজনে)

চেষ্টা করা হয়েছে জনতা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট সম্পর্কে নির্ভুল তথ্য প্রদান করার, তবে সময়ের সাথে সাথে ব্যাংকে উল্লেখিত প্রোগ্রামে পরিবর্তন আসতে পারে; তাই ভালো ভাবে জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো।