সোমবার, জুন ৫, ২০২৩

যাত্রা শুরু করল বাংলা টাইগার্স, কিন্তু এই বাংলা টাইগার্স আসলে কী এবং কারা আছেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে যে, 'বাংলা টাইগার্স' হলো বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলার সম্ভাবনা আছে বা যারা বাংলাদেশে ক্রিকেট দল থেকে কোনো কারণে বাদ পড়েছে তাদের জন্য এক ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। গতকাল ২০ ক্রিকেটার নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের যাত্রা। গতকাল সকাল ৭টা ২৫ মিনিট থেকে শুরু হয়ে অনুশীলন চলেছে সকাল ১১টা পর্যন্ত। সেখানে বোলিং ও ব্যাটিং অনুশীলন করেন ক্রিকেটাররা। বেলা ১২টা থেকে শুরু হয় ফিল্ডিং অনুশীলন। এরপর কিছুক্ষণের জন্য চলে লাঞ্চের বিরতি। তার পর দুপুর ২টা থেকে শুরু হওয়া ফিটনেস ট্রেনিং চলে বিকাল ৪টা পর্যন্ত। এমন একটি ‘ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নিয়েই স্বপ্ন দেখেছিলেন বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সফর সামনে রেখে ২৩ জনের বাংলাদেশ টাইগার্স স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। যেখানে বাংলাদেশের টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আছেন সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে (বিপিএল, জাতীয় লিগ, বিসিএল) ভালো করা ক্রিকেটাররাও। এছাড়া আছেন জাতীয় দলের আশপাশে থাকা কিছু ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৭ মার্চ পর্যন্ত। বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ক্যাম্পটি পরিচালনা করবেন বিসিবির কোচ মিজানুর রহমান। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক ব্যাটার আফতাব আহমেদ। বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আরেক সাবেক ক্রিকেটার নাজমুল হাসান। ক্যাম্পে বিদেশি বিশেষজ্ঞ কোচ হিসেবে থাকবেন শ্রীলঙ্কার চম্পকা রমানায়েকে।

বাংলাদেশ টাইগার্স ‘ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ বলেই এখানে কোনো বিদেশ সফরের সুযোগ নেই। কাজী ইনাম জানালেন, ‘আমাদের যে রকম এইচপি আছে, আন্ডার নাইন্টিন আছে এটাও সেরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। জাতীয় দলের বাইরে যেটা আছে সেটা হলো ‘এ’ দল। ‘এ’ দল যখন ট্যুর করবে, তখন বাংলাদেশ টাইগার্স-এইচপি ও আন্ডার নাইন্টিন থেকে ক্রিকেটাররা থাকবে। কিন্তু এই প্রোগ্রামটা শুধু ট্রেনিংয়ের জন্য।’ কাজী ইনাম আহমেদ আরো বলেছেন, ‘আমাদের ক্রিকেটারদের যখন পাওয়া যাবে, তখনই এই প্রোগ্রামটা চালু রাখবো। আমাদের ২০ দিনের একটা গ্যাপ ছিল, এই প্রোগ্রামটা করছি ১০ থেকে ১২ দিনের জন্য। মার্চ মাসের ১৫ তারিখ আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, তখন সকলে ঢাকা প্রিমিয়ার লিগে যুক্ত হয়ে যাবে।’

কারা আছেন বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে?

মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

মনির হোসেন
মনির হোসেন
কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

For all latest articles, follow on Google News

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ
আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here