শুক্রবার, জুন ৯, ২০২৩

এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট একদম ফ্রি, সাথে আছে ডেবিট কার্ড, চেক, ইন্টারনেট ব্যাংকিং

এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স, পেপাল, পেওয়ানার, ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্য যে-কোনো বিদেশি বৈধ মাধ্যম থেকে ডলার উত্তোলন করতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টাকায় রুপান্তরিত হবে।

বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক হিসেবে এবি ব্যাংক লিমিটেড (AB Bank Limited) ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর আত্মপ্রকাশ করে। এবি ব্যাংক শিক্ষার্থীদেরকে সঞ্চয়ী করে তোলার জন্য চালু করেছে দারুণ একটি সুবিধা। যে-কোনো শিক্ষার্থী তার বৈধ ও উপযুক্ত কাগজপত্র দেখিয়ে খুব সহজেই একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট (Student Account) খুলতে পারবেন। এবি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে অতিরিক্ত কোনো চার্জ নেই। এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স, পেপাল, পেওয়ানার, ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্য যে-কোনো বিদেশি বৈধ মাধ্যম থেকে ডলার উত্তোলন করতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টাকায় রুপান্তরিত হবে।

এবি ব্যাংকের সুইফট কোড (AB Bank Swift Code): ABBLBDDH

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্টের সুবিধা

  • এবি ব্যাংক স্টুডেন্ত একাউন্ট পরিচালনার জন্য কোনো ফি নেই
  • ফ্রি ডেবিট কার্ড
  • ফ্রি এসএমএস
  • ফ্রি ইন্টারনেট ব্যাংকিং
  • ফ্রি চেক বই
  • ফ্রি মোবাইল টপ-আপ সুবিধা
  • বিদেশ থেকে অর্থ আনা

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

এবি মাইনর (১৮ বছরের নিচের শিক্ষার্থী)

  • বর্তমান বৈধ স্টুডেন্ট ফটো আইডি বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ছবিসহ প্রমানপত্র
  • জন্ম সনদ বা বর্তমান বৈধ পাসপোর্ট
  •  মাতাপিতার ছবিসহ জাতীয় পরিচয়পত্র ও ছবি

এবি মেজর

  • জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ বা বর্তমান বৈধ পাসপোর্ট
  • বর্তমান বৈধ স্টুডেন্ট ফটো আইডি বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ছবিসহ প্রমানপত্র 

অ্যাকাউন্ট খোলার জন্য এবি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন। তবে অ্যাকাউন্ট খোলার আগে আরও জানতে কল করতে পারেন +৮৮-০৯৬৭৮৫৫৫০০০ নম্বরে।

মনির হোসেন
মনির হোসেন
কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

For all latest articles, follow on Google News

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ
আরও পড়তে পারেন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here