শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

ভারতের সবচেয়ে বড়ো জাদুঘর ভারতীয় জাদুঘরের ইতিহাস

ভারতীয় জাদুঘরের সংগ্রাহকরা ছিলেন ইউরোপীয় এবং একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন।

পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘর (The Indian Museum) হলো ভারতের বৃহত্তম জাদুঘর। ১৮১৪ সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাদুঘর এবং জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ড্যানিশ উদ্ভিদতত্ত্ববিদ বা বোটানিস্ট ড. নাথানিয়েল ওলফ ওয়ালিচ (Nathaniel Wolff Wallich)। ভারতীয় জাদুঘর বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর।

কলকাতা শহরের জওহরলাল নেহরু সড়কে অবস্থিত ভারতীয় জাদুঘর হলো প্রধানত সাংস্কৃতিক ও বিজ্ঞান বিষয়ক জাদুঘর। এই জাদুঘরটির মোট ছয়টি বিভাগ রয়েছে। ভারতীয় জাদুঘরের বিভাগগুলো হলো

  • শিল্পকলা বিভাগ
  • পুরাতত্ত্ব বিভাগ
  • নৃতত্ত্ব বিভাগ
  • ভূতত্ত্ব বিভাগ
  • প্রাণীতত্ত্ব বিভাগ
  • অর্থনৈতিক উদ্ভিজ্জ বিভাগ।

ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে ভারতীয় জাদুঘরকে ‘জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান’-এর মর্যাদা দেওয়া হয়েছে এবং এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচালনাধীন। জাদুঘরটির ওয়েবসাইট https://www.indianmuseumkolkata.org/। 

ভারতীয় জাদুঘরের ইতিহাস

এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা ও জমি

স্যার উইলিয়াম জোন্স (Sir William Jones) ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল (The Asiatic Society of Bengal) প্রতিষ্ঠা করেন। ১৭৯৬ সালে এই সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী ১৮০৮ সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়; একই বছরে জাদুঘর তৈরির জন্য ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গী অঞ্চলে জন্য জমি দেয়।

ড. নাথানিয়েল ওয়ালিচের চিঠি

এশিয়াটিক সোসাইটির সদস্যরা যে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন তার সমর্থন জানিয়ে ১৮১৪ সালের ২ ফেব্রুয়ারি সোসাইটির প্রতি ডাচ উদ্ভিদতত্ত্ববিদ ড. নাথানিয়েল ওয়ালিচ একটি চিঠি লেখেন। চিঠিতে ওয়ালিচ জাদুঘরে দুটি বিভাগ থাকা উচিত বলে নিজের মতামত জানান, এটিকে এক ধরনের সুপারিশও বলা যায়। ড. ওয়ালিচ যে বিভাগের কথা বলেন সেগুলোর একটি ‘পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও প্রযুক্তিগত’ এবং অপরটি ‘ভূতাত্ত্বিক ও প্রাণিতাত্ত্বিক’। ড. ওয়ালিচ তাঁর নেই নিজের সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করার ইচ্ছে ব্যক্ত করেছিলেন। সোসাইটি ড. ওয়ালিচের এই প্রস্তাব গ্রহণ করেছিল।

প্রথম কিউরেটর ড. ওয়ালিচ

ড. নাথানিয়েল ওয়ালিচ ছিলেন ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক পরিচালক (কিউরেটর) নিযুক্ত করা হয়।  জুন ১, ১৮১৪ তারিখ ড. ওয়ালিচ ভারতীয় জাদুঘরের দায়িত্ব গ্রহণ করেন; এর পূর্বে তিনি এশিয়াটিক সোসাইটির প্রাচ্য জাদুঘরের সুপারিনটেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন।

জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে ড. ওয়ালিচের  উৎসাহেই জাদুঘরের আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং তাঁর জন্যেই এই জাদুঘর আজ এত বড়ো হয়েছে বলে বেশিরভাগ লোকের মত।

ভারতীয় জাদুঘরের সংগ্রাহক

ভারতীয় জাদুঘরের সংগ্রাহকরা ছিলেন ইউরোপীয় এবং একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন। বাবু রামকমল সেন পরবর্তীতে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের ভারতীয় সচিব হয়েছিলেন।

ড. নাথানিয়েল ওয়ালিচ ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রী দান করেছিলেন।

১৮১৬ সাল পর্যন্ত জাদুঘরে দান করা ৭৪টি সামগ্রীর মধ্যে ৪২টি ছিল উদ্দিজ্জ।

বেতনে কিউরেটর নিয়োগ ও সরকারি অনুদান

ড. ওয়ালিচ পদত্যাগ করার পর মাসিক ৫০ থেকে ১০০ টাকা বেতনে কিউরেটর নিয়োগ শুরু হয়। ১৮৩৬ সাল পর্যন্ত এশিয়াটিক সোসাইটি এই বেতন দিত। এরপর সোসাইটির ব্যাংকার ‘পামার অ্যান্ড কোম্পানি’ দেউলিয়া হয়ে গেলে তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক পরিচালিত সরকার বেতন দিতে শুরু করে।

জাদুঘর ও গ্রন্থাগারের রক্ষনাবেক্ষণের জন্য মাসিক ২০০ টাকা অনুদান দেওয়া শুরু হয়। ১৮৪০ সালে সরকার জাদুঘর ভূতাত্ত্বিক ও খনিজ সংগ্রহ বিভাগ চালুর ব্যাপারে আগ্রহী হয়ে আরও ২৫০ টাকা মাসিক অনুদান দিতে শুরু করে শুধু ভূতত্ত্ব বিভাগের জন্য। 

ভারতীয় জাদুঘরের নতুন স্থাপনা

যেহেতু জাদুঘরের সামগ্রী দ্রুত বৃদ্ধি পাচ্ছিল সেহেতু এর জন্য একটি নতুন স্থাপনার প্রয়োজন হয়। ১৮৭৫ সালে ১,৪০,০০০ টাকা ব্যয়ে এই নতুন স্থাপনার তৈরি হয়। স্যার টম হল্যান্ডের (Sir Tom Holland) পরামর্শে ভারতীয় জাদুঘরের এই স্থাপনার নকশা করেন ওয়াল্টার এল. গ্র্যানভিল (W L Granville)। ১৮৭৯ সালে সাউথ কেনসিংটনের ইন্ডিয়ান মিউজিয়ামের সংগ্রহের একাংশ এই জাদুঘরে আসে।

১৯১৬ সালে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে জাদুঘরে প্রাণিতত্ত্ব এবং ১৯৪৫ সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অনুদানে নৃতাত্ত্বিক বিভাগ চালু হয়।

আহমেদ মিন্টো
মিন্টো একজন ফ্রিল্যান্স লেখক এবং বিশ্লেষণ'র কন্ট্রিবিউটর।

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ

যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ

ইউরোপে মুসলিম বিদ্বেষিতা নতুন কিছু নয়। মধ্যযুগ থেকে এর সূত্রপাত। মধ্যযুগে খ্রিষ্টানদের কাছে জেরুজালেম শহরটি ছিল তাদের ধর্মীয় প্রেরণার প্রধান কেন্দ্র। তাদের...

সতেরো শতকের সাত গম্বুজ মসজিদ

সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ...

ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেন

১২ জানুয়ারি  মাস্টারদা সূর্য সেনের  ফাঁসিদিবস । ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ফাঁসি...

কে২: বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ

কে২ বা কেটু (K2) এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফুট)। হিমালয় পর্বতমালার...

অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার যুগে বাংলাদেশ

যেহেতু অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা একটি নতুন ধারণা, তাই বাস্তবায়নের জন্য এমন একটি কমিটি থাকা উচিত যারা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে পাঠ্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কার্যক্রম রেকর্ড করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে তাও স্পষ্ট করতে হবে। কারণ মূল্যায়নের ন্যায্যতা প্রমাণের জন্য অভিজ্ঞতার রেকর্ড সংরক্ষণের প্রয়োজন হবে।

যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ

ইউরোপে মুসলিম বিদ্বেষিতা নতুন কিছু নয়। মধ্যযুগ থেকে এর সূত্রপাত। মধ্যযুগে খ্রিষ্টানদের কাছে জেরুজালেম শহরটি ছিল তাদের ধর্মীয় প্রেরণার প্রধান কেন্দ্র। তাদের...

হোয়াইট কলার বা ভদ্রবেশী  অপরাধ কী এবং বাংলাদেশে ভদ্রবেশী অপরাধের সংঘটন

হোয়াইট কলার অপরাধ। এর কোনো আইনগত সংজ্ঞা নেই। বাংলা শব্দে এটা ‘ভদ্রবেশী অপরাধ।’ মার্কিন যুক্তরাষ্ট্রে এর উৎপত্তি হলেও ক্রমে তা বিভিন্ন রাষ্ট্রে...
আরও পড়তে পারেন

শিরক কী, মানুষ কীভাবে শিরকে লিপ্ত হয়

ইসলাম একমাত্র ধর্ম যেখানে স্রষ্টা তার কোনো ক্ষমতাতেই কাউকে অংশীদার সাব্যস্ত করেননি। অর্থাৎ আল্লাহই একমাত্র একক ইলাহ যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। সৃষ্টির...

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়

মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (Human Resource management) হলো একই সঙ্গে একটি অধ্যয়নের বিষয় ও ব্যবস্থাপনা কৌশল যা একটি প্রতিষ্ঠানের...

টপ্পা গান কী, টপ্পা গানের উৎপত্তি, বাংলায় টপ্পা গান ও এর বিশেষত্ব

টপ্পা গান এক ধরনের লোকিক গান বা লোকগীতি যা ভারত ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুবই প্রিয়। এই টপ্পা গান বলতে...

রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বোঝায় এবং ভারতীয় উপমহাদেশে রাজনীতি বা রাষ্ট্রচিন্তা

রাষ্ট্রবিজ্ঞান (Political Science) সমাজবিজ্ঞানের একটি শাখাবিশেষ যেখানে পরিচালন প্রক্রিয়া, রাষ্ট্র, সরকার এবং রাজনীতি সম্পর্কীয় বিষয়াবলী নিয়ে আলোকপাত করা হয়।  এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র...

গণতন্ত্রের সংজ্ঞা কী বা গণতন্ত্র বলতে কী বোঝায়

গণতন্ত্র বলতে কোনো জাতিরাষ্ট্রের অথবা কোনো সংগঠনের এমন একটি শাসনব্যবস্থাকে বা পরিচালনাব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক...