হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয় বৃত্তি (Scholarship) দিচ্ছে যেখানে সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। হংকংয়ের কোউলুন শহরে অবস্থিত সিটি ইউনিভার্সিটি অফ হংকং (City University of Hong Kong) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেবে বলে ঘোষণা করেছে। এটি টপ স্কলারশিপ, ফুল টিউশন স্কলারশিপ এবং হাফ টিউশন স্কলারশিপ নামে তিন ধরণের বৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে।
আবেদনের পর যোগ্যতার ভিত্তিতে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বিদেশি শিক্ষার্থীরা স্নাতক প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
সুযোগ–সুবিধাসমূহ
১. টপ স্কলারশিপ: বৃত্তির মূল্য ১,৮০,০০০ হংকং ডলার প্রদান করা হবে যা ক্যাম্পাসে বাসস্থান, বার্ষিক টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য।
২. ফুল টিউশন স্কলারশিপ: শুধু বার্ষিক টিউশন ফি প্রদান করা হবে।
৩. হাফ টিউশন স্কলারশিপ: বার্ষিক অর্ধেক টিউশন ফি প্রদান করা হবে।
৪. ডাইভার্সিটি গ্রান্ট: প্রতিবছর ৩০,০০০ হংকং ডলার অনুদান প্রদান করা হবে (টপ স্কলারশিপের জন্য যারা নির্বাচিত হবে তারা পাবেন না)
আবেদনের যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন অথবা নিচে থেকে লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করে এন্টার চাপুন।
https://www.cityu.edu.hk/sds/web/studentlife_scholarships_esfns.shtml
Thank you for nice information