শুক্রবার, জুন ৯, ২০২৩

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলে দেওয়া হবে, পাওয়া গেল এর উত্তর

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে উপমন্ত্রী বলেছেন, “এ মাসে কী পরিমাণ শিক্ষার্থীকে টিকা দেওয়া যাবে এবং করোনাভাইরাসের সংক্রমণের হার কেমন থাকবে, তার ওপর নির্ভর করছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি”। ৭ আগস্ট, শনিবার সাংবাদিকদের সাথে এ কথা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ।

তিনি আরো বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের কোন স্তরে কতটুকু পরিমাণ খুলবে, অর্থাৎ খোলার পরিধি কতটুকু হবে, সেটা নির্ভর করছে এ মাসে কী পরিমাণ টিকা দেওয়া যাবে এবং সংক্রমণের হার কত থাকবে, তার ওপর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাপঞ্জির সঙ্গে সমন্বয় করে খোলার বিষয়টি বিবেচনা করা হবে”।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি আছে ৩১ আগস্ট পর্যন্ত। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। কয়েক দিন পূর্ব পর্যন্ত পৌনে এক লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

এ অবস্থায় আগামী সেপ্টেম্বরের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। বিশেষ করে, প্রথম দিকে বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে এমন আলোচনা শুরু হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সরকারের সিদ্ধান্ত ছিল আবাসিক শিক্ষার্থীদের (প্রায় ১ লাখ ৩০ হাজার) টিকা দিয়ে খুলে দেওয়া। পরিকল্পনা মতো এখন পর্যন্ত অধিকাংশ আবাসিক শিক্ষার্থীর টিকা দেওয়া হয়েছে।

মনির হোসেন
মনির হোসেন
কন্ট্রিবিউটর, বিশ্লেষণ

For all latest articles, follow on Google News

বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 'বিশ্লেষণ'-এর জন্য স্পনসরশিপ খোঁজা হচ্ছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ইমেইল: contact.bishleshon@gmail.com

এ বিষয়ের আরও নিবন্ধ
আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here